মথুরা (উত্তরপ্রদেশ): গতকালই বিজেপি সাংসদ বরুণ গাঁধী ধনী এমপি-দের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন, বর্তমান লোকসভার বাকি মেয়াদের বেতন যাতে তাঁরা যাতে ছেড়ে দেন। বিষয়টি যাতে 'আন্দোলনে'র চেহারা নেয়, সেজন্য লোকসভা স্পিকার সুমিত্রা মহাজনকে চিঠি দিয়ে উদ্যোগ নিতে অনুরোধও করেছেন সুলতানপুরের বিজেপি সাংসদ।
বরুণ লিখেছেন, স্বেচ্ছায় বেতন ছেড়ে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হলে দেশবাসীর কাছে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমরা কতটা সংবেদনশীল, সে ব্যাপারে একটা ইতিবাচক বার্তা দেওয়া যাবে।
পাশাপাশি তিনি একটি নিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা গঠনের দাবিও জানান তাঁর এই প্রস্তাবের বাস্তবতা ও সাংসদদের আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো প্রয়োজন আছে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখার জন্য।
বরুণ চিঠিতে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ভারতে অসাম্য প্রতিদিন বাড়ছে। ক্রমবর্ধমান বৈষম্য আমাদের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। জনপ্রতিনিধি হিসাবে দেশের আর্থ-সামাজিক বাস্তবতার প্রতি আমরা আরও বেশি গুরুত্ব দিচ্ছি, এটা যেন মানুষ বুঝতে পারেন।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে কিছু সাংসদ সমস্যায় পড়তে পারেন বলেও জানান তিনি। বরুণ উল্লেখ করেছেন, একজন এমপি-র মাসমাইনের মধ্যে আছে ৫০০০০ টাকার বেসিক মাইনে, ৪৫ হাজার টাকা কেন্দ্রের জন্য বরাদ্দ ভাতা। সরকারের একেকজন সাংসদের পিছনে মাসে মোটামুটি ২.৭ লক্ষ টাকা খরচ হয়।
বিজেপির শরিক আপনা দল (এস) বরুণের প্রস্তাবকে সাধুবাদ দিয়েছে। দলের মুখপাত্র অরবিন্দ শর্মা বলেন, লোকসভা সদস্যদের বেতনের টাকা থেকে বাঁচানো অর্থ তাঁদের কেন্দ্রের উন্নয়নে খরচ করা হলে সেটা হবে সেখানকার মানুষের ওপর আশীর্বাদ।