রাওয়াত বলেছিলেন, সোশ্যাল মিডিয়া ও কাশ্মীরের সরকারি স্কুলগুলি মিথ্যে তথ্যবহুল প্রচার চালাচ্ছে, ফলে সন্ত্রাসবাদের দিকে ঝুঁকছে যুব সমাজ। রাজ্যের মসজিদ ও মাদ্রাসাগুলির ওপর কিছুটা নিয়ন্ত্রণের দাবি করে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনা জরুরি।
তাঁর মন্তব্যের সমালোচনা করে রাজ্যের শিক্ষামন্ত্রী বুখারি বলেন, সেনা রাজ্যের নিজস্ব বিষয়ে নাক গলাচ্ছে। তাদের উচিত নিজের কাজ করা।
বুখারির মন্তব্যের প্রতিবাদ করেছে জম্মু কাশ্মীর বিজেপি। এক বিবৃতিতে তারা বলেছে, মন্ত্রীর বাস্তববাদী হওয়া উচিত, সেনা প্রধানের সমালোচনা করার বদলে তাঁর উচিত, সত্যকে স্বীকার করে নেওয়া। রাওয়াতের মন্তব্য ইতিবাচকভাবে দেখার পক্ষে সওয়াল করে তা নিয়ে রাজনীতি বন্ধ করার দাবি করে তারা।
তাদের বক্তব্য, সেনা প্রধান উপত্যকা নিয়ে তাঁর বিপুল অভিজ্ঞতা থেকে এই মন্তব্য করেছেন, পড়ুয়াদের সঙ্গে নিয়মিত কথাবার্তাও বলেন তিনি। তিনি তাঁর অধিকার লঙ্ঘন করেননি, দেশের একতার স্বার্থে যা বলা উচিত, তাই বলেছেন।
বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাও মাদ্রাসাগুলির আধুনিকীকরণের দাবি করেছেন। বলেছেন, তাদের বিজ্ঞান ও ইংরেজি ভালভাবে পড়ানো হোক।