নয়াদিল্লি: রাহুল গাঁধীকে পাল্টা বিজেপির। সকালে প্রধানমন্ত্রীকে তোপ দেগেছিলেন কংগ্রেস সহ সভাপতি। জবাবে তাঁকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী রবিশংকর প্রসাদের  কটাক্ষ, সরকার জানতে খুব আগ্রহী, কালো টাকা ইস্যুতে কংগ্রেস সহ সভাপতির অবস্থান কী। নোট বাতিলের প্রশ্নে সরকার তাঁর 'পাণ্ডিত্যপূর্ণ' বক্তব্য শুনতে চায়। প্রসাদ বলেন, রাজ্যসভায় গত ১৭ নভেম্বর হওয়া বিতর্কে গুলাম নবি আজাদ, আনন্দ শর্মার মতো কংগ্রেস নেতারা বলেছেন। মায়াবতীও বলেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, ওঁরা বিতর্ক এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আসলে ওঁরা বুঝতে পারছেন, দেশের মানুষ ওঁদের যুক্তি শুনছেন না। গতকাল ঘোষিত কয়েকটি রাজ্যের উপনির্বাচনের ফলের প্রসঙ্গ টেনে কংগ্রেসের খারাপ পারফরম্যান্সের উল্লেখ করেন প্রসাদ।   রাহুলকে বাস্তববাদী হওয়ার পরামর্শ দিয়ে তাঁর মন্তব্য, কংগ্রেস নেতা ভেবে দেখুন, তাঁর নেতৃত্বে দলটা কোথায় যাচ্ছে! অনেক জায়গায় তো জামানত বাঁচানোর প্রয়োজনীয় ভোটই পায়নি কংগ্রেস, বলেন প্রসাদ।


সকালে বিরোধী দলগুলির এককাট্টা বিক্ষোভকে নিশানা করে প্রসাদ বলেন, সংসদের বাইরে মানব শৃঙ্খল না গড়ে বরং তারা সংসদের ভিতরে ‘বক্তাদের বাহিনী’ তৈরি করে বিতর্ক শুরু করুক।  কারণ সরকার শীত অধিবেশনের সূচনার দিনটি থেকেই আলোচনার জন্য তৈরি রয়েছে।

প্রধানমন্ত্রী মোদীকে বিতর্কের সময় সভায় থাকার দাবি তোলায় পাল্টা রাহুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে পরিবার দেশে ৫০ বছর ক্ষমতায় ছিল, তার একজন সদস্য হিসাবে রাহুলের এটা জানা উচিত, সরকার কীভাবে চলে। কখনও বাস্তববাদী হতে হয়, মন্তব্য করেন প্রসাদ।  দেশবাসী মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের পাশে আছে বলে দাবি করে তিনি বলেন,  ব্যাঙ্কগুলিতে এযাবত্ ৭ লক্ষ কোটি টাকার বেশি জমা পড়েছে, যার জেরে সুদের হার কমতে পারে, যার সুফল পাবেন মানুষ।