নয়াদিল্লি: বিজেপি ঘোড়া কেনাবেচায় মদত দিচ্ছে বলে অভিযোগ করে তাঁদের দলের সাত বিধায়ককে গেরুয়া দলে যোগদান করাতে মাথাপিছু ১০ কোটি টাকার টোপ দেওয়া হচ্ছে বলে দাবি করলেন আমআদমি পার্টি (আপ) নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া।
বিজেপি আগেও আপ বিধায়কদের ‘কেনা’র চেষ্টা করেছিল, তবে জনগণই তাদের মোক্ষম জবাব দিয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, এবারও ওরা যোগ্য জবাব পাবে। হাতে সাফল্য হিসাবে তুলে ধরার মতো কোনও উন্নয়ন সংক্রান্ত ইস্যু না থাকায় বিজেপি এতটা নীচে নেমেছে যে, আমাদের সাত এমএলএ-র একেকজনকে ১০ কোটি টাকায় কিনে নেওয়ার চেষ্টা করছে।
৪০ জন তৃণমূল বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন, বিজেপি লোকসভা নির্বাচনে জিতলেই ওই দলে চলে আসবেন বলে সম্প্রতি পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভায় দাবি করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সমালোচনা করেন শিসোদিয়া। বলেন, প্রধানমন্ত্রীর মুখে এধরনের কথা শোভা পায় না। বিজেপি দিল্লিতেও এর পুনরাবৃত্তির চেষ্টা করছে বলে দাবি করে তিনি বলেন, ওনার বোঝা উচিত, ভারত একটি গণতান্ত্রিক দেশ, উনি গণতন্ত্রের জোরেই ক্ষমতায় আছেন।
দিল্লি বিজেপির মিডিয়া শাখার প্রধান অশোক গয়াল অবশ্য শিসোদিয়ার বক্তব্যকে ‘নাটকীয়, অদ্ভূত অভিযোগ’ বলেছেন। তাঁর বক্তব্য, আপ ভোটে হারতে থাকায় বিভ্রান্ত। ওদের নেতারা এমন অদ্ভূত দাবি করছেন স্রেফ প্রচার পাওয়ার জন্য। অরবিন্দ কেজরিবাল আপের অভ্যন্তরে বিদ্রোহ মোকাবিলা করতে না পেরে নিজেদের ঘরোয়া সমস্যায় বিজেপিকে জড়াচ্ছেন।