নয়াদিল্লি: দিল্লির রাজৌরি গার্ডেন বিধানসভা আসনের উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি। দিল্লি পুরসভা (এমসিডি) নির্বাচনের আগে রাজৌরি গার্ডেন উপনির্বাচনে সাম্প্রতিক সাফল্যে ধারা অব্যাহত রাখল বিজেপি। প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে বিজেপি- শিরোমণি অকালি দলের জোট প্রার্থী মনজিন্দার সিংহ সিরসা বিজয়ী হয়েছেন। এই আসনে তিন নম্বরে রয়েছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। দ্বিতীয় স্থানে কংগ্রেস প্রার্থী মীনাক্ষী চান্দেলা। দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ টির মধ্যে ৬৭ আসনে আম আদমি পার্টির বিপুল জয়ের পর উপনির্বাচনে তাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে গেল।
বিজেপি প্রার্থী পেয়েছেন ৪০, ৬০২ ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২৫,৯৫০ ভোট।আম আদমি পার্টির প্রাপ্ত ভোট মাত্র ১০,২৪৩।
বিজেপির প্রাপ্ত ভোটের হার প্রায় ৫২ শতাংশ। ভোটপ্রাপ্তির নিরিখে অবস্থা অনেকটা উন্নতি করেছে কংগ্রেস। এবার তারা পেয়েছে ৩৩ শতাংশ ভোট। ২০১৫-র বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ২১ শতাংশ।
গত ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ হয়। ৪৭ শতাংশ ভোট পড়েছিল।
আম আদমি পার্টি জার্নেল সিংহ এই আসনে ইস্তফা দিয়ে পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। সেজন্যই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
দিল্লি বিধানসভায় বিজেপির সদস্য সংখ্যা বেড়ে হল ৪।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
দিল্লির রাজৌরি গার্ডেনে বিপুল জয় বিজেপির, জামানত জব্দ আপের, দ্বিতীয় স্থানে কংগ্রেস
ABP Ananda, web desk
Updated at:
13 Apr 2017 12:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -