নয়াদিল্লি: বিজেপি তিন তালাক বিল এনে মুসলিম মহিলাদের বোকা বানাচ্ছে বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। রাজ্যসভার বিরোধী শিবিরের নেতার দাবি, বিলটি আইনে পরিণত হওয়ার আগে ভালো মতো তার নানা দিক খতিয়ে দেখার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। যদিও দাবি মানেনি সরকার। বিলে তিন তালাক দেওয়ায় স্বামীদের জেল হলে বিপাকে পড়া মুসলিম মহিলাদের দেখভালের ব্যাপারে কোনও ব্যবস্থা রাখা হয়নি বলে জানান গুলাম নবি। বলেন, স্বামী জেলে গেলে সংসার চালাবে কে। এই বিলে পুরোপুরি সুবিচারের বন্দোবস্ত করা হয়নি, আমরা চেয়েছিলাম বিলটি আরও উন্নত করা হোক। কিন্তু বিজেপির রাজনৈতিক স্বার্থ পূরণ হচ্ছে এতে।
তিনি বলেন, কংগ্রেস সহ ১৮টি বিরোধী দল বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি করলেও তা মানেনি সরকার। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না। সে জন্যই বিরোধীদের আনা বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি মানল না তারা।
গুলাম নবির অভিযোগ, বিজেপি নিজেকে মুসলিম মহিলাদের রক্ষাকর্তা হিসাবে দেখাতে চাইছে, ওদের উন্নয়ন, অধিকার, দাবির সমর্থক বলে জাহির করছে, কিন্তু আসলে তাঁদের ভালোর জন্য কোনও ব্যবস্থাই করেনি। এই সরকার মুসলিম মহিলাদের, সাধারণ মানুষকেও বিভ্রান্ত করতে চাইছে। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মুসলিম মহিলাদের কী দিচ্ছে ওরা। শুধু নিজেদের ওদের রক্ষাকর্তা বলে দেখাচ্ছে, কিন্তু আসলে মুসলিম মেয়েদের ঠকাচ্ছে।
আরেক কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি তিন তালাককে অপরাধ বলে তুলে ধরার বিরোধিতা করেন। বিজেপি 'পীড়নমূলক মানসিকতা' নিয়েছে, একটা সম্প্রদায়ের বিরুদ্ধে 'প্রতিশোধ তুলছে' বলেও মন্তব্য করেন।
তিন তালাক বিলে মুসলিম মহিলাদের 'বোকা বানাচ্ছে' বিজেপি, অভিযোগ কংগ্রেসের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jan 2018 09:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -