মেরঠ: বন্দে মাতরম গাওয়া নিয়ে বচসায় জড়ালেন উত্তরপ্রদেশের বিজেপি ও বিএসপি বিধায়করা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। বিএসপি বিধায়করা গাওয়ার বদলে যান্ত্রিকভাবে গানটি চালান। এতেই শুরু হয়ে যায় বচসা। পরে অবশ্য ঝামেলা মিটে যায়।


মেরঠে বন্দে মাতরম গাওয়া নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। কিছুদিন আগে একদল মুসলিম কাউন্সিলর বন্দে মাতরম গানটি চলার সময় পুর ভবন থেকে বেরিয়ে চলে যান। সম্প্রতি তাঁদের কাউন্সিলর পদ বাতিল করার প্রস্তাব পেশ করা হয়েছে। গত সপ্তাহেই উত্তরপ্রদেশের মুজফফরনগরে বজরং দলের সদস্যদের বিরুদ্ধে মুসলিমদের বন্দে মাতরম গাইতে বাধ্য করার অভিযোগ ওঠে।