নয়াদিল্লি: সাংসদ হিসেবে অভিষেক ঘটতে চলেছে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। বুধবার, তাঁকে গুজরাত থেকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সংসদীয় বোর্ড।
এদিন দলের বৈঠক বসে রাজধানী দিল্লিতে। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ দলের শীর্ষ কর্তাব্যক্তিরা। সেখানেই অমিত শাহকে নিয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক থেকে বেরিয়ে এমনটাই জানান জে পি নাড্ডা।
পাঁচবারের বিধায়ক অমিত শাহর আগমনে সংসদের উচ্চকক্ষে বিজেপির মানসিক শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। একইসঙ্গে, গুজরাত থেকে দ্বিতীয়বারের জন্য স্মৃতি ইরানিকেও রাজ্যসভায় পাঠানোর ওপর সিলমোহর দেওয়া হয় বলে জানান নাড্ডা।
সূত্রের খবর, আগামীকালই গুজরাতে রওনা দিচ্ছেন অমিত শাহ। শুক্রবার তিনি মনোনয়ন দাখিল করবেন। গুজরাত বিধানসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ। ফলে, অমিত শাহ ও স্মৃতি ইরানির জয় প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়।