নয়াদিল্লি: তৃতীয়বারের জন্যে দিল্লির মসনদ দখল করতে চলেছে কেজরিবালের আম আদমি পার্টি। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এই ছবিই। ‘ঝাড়ু ঝড়ে’ কোণঠাসা হচ্ছে পদ্ম শিবির। এমতাবস্থায় একটি পোস্টার ঘিরে শুরু হয়েছে জল্পনা।
দিল্লিতে বিজেপি পার্টি অফিসের বাইরে লাগানো হয়েছে সেই পোস্টার। তাতে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। পাশে লেখা, ‘জিতে আমরা ঔদ্ধত্য প্রকাশ করি না, পরাজয়ে শেষ হয়ে যাই না।’
এই পোস্টারের কী উদ্দেশ্য, তা নিয়ে জল্পনার মধ্যেই দিল্লি বিজেপির শীর্ষ নেতা মনোজ তিওয়ারি বলেন, ‘পোস্টারটি পুরোনো। দিল্লি বিধানসভা নির্বাচনের ফলের সঙ্গে এই পোস্টারকে জড়ানো উচিত নয়।’ এর আগে তিওয়ারি দিল্লির ফলাফল তাঁদের অনুকূলে যাবে ও বিজেপিই দিল্লিতে সরকার গড়বে বলে দাবি করেছিলেন।
বর্তমান গণনা অনুযায়ী ৬৩ আসনে এগিয়ে আছে আপ। বিজেপি এগিয়ে ৭টি আসন। এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি কংগ্রেস।
‘জিতে আমরা ঔদ্ধত্য প্রকাশ করি না, পরাজয়ে শেষ হয়ে যাই না’ দিল্লিতে বিজেপি পার্টি অফিসের বাইরে পোস্টার ঘিরে জল্পনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Feb 2020 05:09 PM (IST)
দিল্লিতে বিজেপি পার্টি অফিসের বাইরে লাগানো হয়েছে সেই পোস্টার। তাতে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। পাশে লেখা, ‘জিতে আমরা ঔদ্ধত্য প্রকাশ করি না, পরাজয়ে শেষ হয়ে যাই না।’
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -