নয়াদিল্লি:  সম্প্রতি সলমন খান তাঁর আসন্ন ছবি 'টিউবলাইট' ছবির প্রচার অনুষ্ঠানে গিয়ে দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে চলতি উত্তেজনা প্রসঙ্গে পরোক্ষে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করেন। সুপারস্টারের সেই মন্তব্যকে প্রকাশ্যে সমর্থন করলেন কেন্দ্রের দুই যুযুধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিরা। তাঁদের দাবি, সলমন যা বলেছেন, তা আসলে সারা ভারতবর্ষের প্রতিটা ভারতবাসী মনে করেন।


সলমন ওই অনুষ্ঠানে গিয়ে বলেন দুই দেশের মধ্যে যু্দ্ধের হুঙ্কার, সেই নিয়ে ক্রমাগত চাপানউতোর পরিস্থিতি শীঘ্রই বন্ধ হওয়া প্রয়োজন। সীমান্তে মোতায়েন দুপক্ষের জওয়ানরাই নিরাপদে নিজেদের পরিবারের কাছে ফিরে যাবেন বলে আশা রাখেন বলিউড তারকা। তাঁর দাবি, দুপক্ষেরই সেনাজওয়ানরা যুদ্ধের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হন। নিজেদের প্রিয়জনকে হারায় সেনাজওয়াদের পরিবার। কেউ হারায় তাঁর বাবাকে, কেউ স্বামীকে, কেউ ছেলেকে, কেউ ভাইকে। তাঁর দাবি সীমান্তে তাঁদেরই পাঠানো হক, যারা যুদ্ধের নির্দেশ দেয়, তাহলে একদিনেই যুদ্ধ থেমে যাবে। ওখানে গেলে তাঁদের হাত-পা এমন কাঁপতে থাকবে যে, ভয়ের চোটেই পরস্পরের মধ্যে আলোচনার টেবিলে বসে পড়বে দুই দেশের প্রতিনিধিরা।

সলমনের মন্তব্যকে সমর্থন করে বিজেপি নেতা শাইনা এনসি এএনআইকে এক সাক্ষাত্কারে বলেন, যুদ্ধ কখনও কোনও সমস্যার সমাধান দিতে পারে না। যদিও এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রই নেবে। প্রায় একই মত পোষণ করেছেন কংগ্রেস নেতা হিদায়তউল্লা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি রেখেছেন অবিলম্বে ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়া প্রয়োজন, না হলে সেটা দুটো দেশের পক্ষেই ক্ষতিকারক হবে। তিনি আরও বলেন, এইমুহূর্তে চিন এবং পাকিস্তান নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়নামারের থেকে সমর্থন হাসিলের চেষ্টা করছে, যা বাস্তবে ভারতের পক্ষে মোটেই ভাল পরিস্থিতির ইঙ্গিত নয়।

এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে

যারা যুদ্ধ চায়, তাদের অস্ত্র দিয়ে সীমান্তে পাঠানো হোক, ভয়ে পালিয়ে আসবে, ভারত-পাক উত্তেজনা প্রসঙ্গে সলমন