হায়দরাবাদের সাংসদ ওয়াইসির অভিযোগ, বিজেপি, কংগ্রেস জেনেশুনেই ভোটপ্রচারে একবারও মুসলমানদের ক্ষমতায়নের কথা বলেনি, বলেনি তাদের প্রতিনিধিত্বের কথাও। এর প্রমাণ, বিজেপি মুসলমানদের একটাও টিকিট দেয়নি, কংগ্রেস দেয় মাত্র ৬ জনকে। তাঁদের মধ্যে মাত্র ৩ জন ভোটে জিতেছেন, তার মানে গুজরাত বিধানসভায় মুসলমানদের কথা বলবেন এমন লোক হাতে গোনা।
ওয়াইসির আরও অভিযোগ, নরেন্দ্র মোদী ও রাহুল গাঁধী ভোটপ্রচারে বেরিয়ে অসংখ্য মন্দির সফর করেছেন। একটাও মসজিদ কি তাঁদের যাত্রাপথে পড়েনি। ধর্মকে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এভাবে মুসলমানদের একপাশে ঠেলে দেওয়া গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়, দীর্ঘমেয়াদে রাজনীতিও এর ফলে উপকৃত হবে না।
এরপরই ওয়াইসির বিতর্কিত মন্তব্য, তাঁরা যখন সবুজ রং পরবেন, তখন চারদিক সবুজ হয়ে যাবে। আর কোনও রং তাঁদের রংয়ের সামনে দাঁড়াতে পারবে না, না মোদীর রং, না কংগ্রেসের রং। কারও রং নয়, শুধু তাঁদের রংই থাকবে, তা হল সবুজ, শুধু সবুজ।