জেনেশুনেই বুরহানকে খতম করে সেনা: মেহবুবার দাবি উড়িয়ে দিল বিজেপি
ABP Ananda, Web Desk | 31 Jul 2016 07:46 AM (IST)
শ্রীনগর: উপত্যকার মানুষের সহানুভূতি কুড়নোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি দিনতিনেক আগে বলেছিলেন, এনকাউন্টারের আগে সেনা জানত না বুরহান ওয়ানির লুকিয়ে থাকার কথা। আগে থেকে জানলে তাকে তিনি বাঁচাতেন। কিন্তু জম্মু কাশ্মীরে পিডিপি-র জোটসঙ্গী বিজেপি মেহবুবার দাবি পুরোপুরি খারিজ করে দিল। দলের রাজ্য সভাপতি সৎপাল শর্মা বলেছেন, সেনা অবশ্যই জানত, ওয়ানি ওখানে গা ঢাকা দিয়েছে। তারা ভালভাবে জানত, ভেতরে কারা কারা রয়েছে, সব দিক বিবেচনা করেই অপারেশন সারে তারা। তাঁর কথায়, যারা দেশকে টুকরো করার লক্ষ্যে হাতে বন্দুক তুলে নিয়েছে, তারা কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে বিবেচনা করে না। তারা জঙ্গি ও তাদের মরতেই হবে। ঠিকমত তথ্য হাতে না এলে সেনাবাহিনী এ ধরনের অপারেশনে হাত দেবে না বলে মন্তব্য করেছেন তিনি। পিডিপি- বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী মেহবুবা বৃহস্পতিবার বলেন, সেনা যদি জানত, বুরহান লুকিয়ে আছে, তবে হয়তো রাজ্যের পরিস্থিতির কথা ভেবে তাকে আর একটা সুযোগ দেওয়া যেত। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর জেরে উপত্যকায় অশান্তি এখনও অব্যাহত। একদিকে যেমন চলছে কারফিউ, তেমনই অন্যদিকে উপর্যুপরি ধর্মঘটের ডাক দিয়ে সাধারণ জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত করে দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। শনিবারও নিরাপত্তারক্ষীদের ওপর পাথর ছুঁড়ে হামলা চালানোর চেষ্টা করেছে বিক্ষোভকারীরা। বুদগাম, সোপিয়ান ও অনন্তনাগে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।