ইয়াবতমল: তিন বছর ধরে এক তরুণীকে ধর্ষণ এবং টাকা আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল মহারাষ্ট্রের ইয়াবতমল জেলার ওয়ানি পুরসভার বিজেপি কাউন্সিলর ধীরজ দিগম্বর পাঠেকে। তাঁর বিরুদ্ধে আরও একটি ধর্ষণের অভিযোগে মামলা ঝুলছে বলে জানিয়েছে পুলিশ। ওয়ানি থানার ইন্সপেক্টর বালাসাহেব খাড়ে জানিয়েছেন, ‘নির্যাতিতা বিএসসি ছাত্রী। তাঁর অভিযোগ, তিনি যখন দ্বাদশ শ্রেণিতে পড়তেন এবং নাবালিকা ছিলেন, তখন তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন বিজেপি কাউন্সিলর। এরপর থেকেই নিয়মিত চলতে থাকে শারীরিক নির্যাতন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ের দাবি জানান পাঠে। কিন্তু ওই তরুণী তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। তখন ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দাবি করেন পাঠে। সেই টাকা না দেওয়ায় তিনি ফেসবুকে ওই তরুণীর নামে একটি অ্যাকাউন্ট খুলে তাঁর বদনাম করার জন্য আপত্তিকর মেসেজ পাঠাতে থাকেন। শেষপর্যন্ত ওই তরুণী তাঁর বাবা-মাকে গোটা ঘটনা জানান। এরপর তাঁরা পুলিশের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পাঠের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৬৩, ৩৬৫, ৩৮৪, ৪৭১ ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।’