দিল্লি পুরসভার জনৈক অফিসার জানিয়েছেন, অবতারকে ওই পদে মনোনীত করেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তেওয়ারি। উত্তর দিল্লি পুর নিগমের সাধারণ অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হন অবতার।
দিল্লি বিজেপির এক প্রথম সারির নেতা বলেছেন, উনি কঠোর পরিশ্রমী দলীয় ক্যাডার। মামুলি চা বিক্রেতা থেকে বিরাট লড়াই চালিয়ে মেয়র পদে পৌঁছলেন তিনি। মেয়র নির্বাচনে পুরসভার কাউন্সিলররা অংশগ্রহণ করেন। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে উত্তর দিল্লি পুরসভায়। মেয়র পদের মেয়াদ এক বছরের।
এর আগে দক্ষিণ দিল্লি পুরসভার বিজেপি কাউন্সিলর অঞ্জু কাংরা মেয়র নির্বাচিত হন। পূর্ব দিল্লি পুরসভাও বিজেপির। সেখানকার মেয়র পদেও বিনা লড়াইয়ে নির্বাচিত হন বিজেপি কাউন্সিলর অঞ্জু কমলাকর।
পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন সকলে। প্রধানমন্ত্রী ট্যুইট করেন, দিল্লি বদলে দিতে ওঁরা যে নতুন যাত্রা শুরু করছেন, তাতে আমার শুভেচ্ছা রইল।