দিল্লি বিজেপির এক প্রথম সারির নেতা বলেছেন, উনি কঠোর পরিশ্রমী দলীয় ক্যাডার। মামুলি চা বিক্রেতা থেকে বিরাট লড়াই চালিয়ে মেয়র পদে পৌঁছলেন তিনি। মেয়র নির্বাচনে পুরসভার কাউন্সিলররা অংশগ্রহণ করেন। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে উত্তর দিল্লি পুরসভায়। মেয়র পদের মেয়াদ এক বছরের। এর আগে দক্ষিণ দিল্লি পুরসভার বিজেপি কাউন্সিলর অঞ্জু কাংরা মেয়র নির্বাচিত হন। পূর্ব দিল্লি পুরসভাও বিজেপির। সেখানকার মেয়র পদেও বিনা লড়াইয়ে নির্বাচিত হন বিজেপি কাউন্সিলর অঞ্জু কমলাকর। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন সকলে। প্রধানমন্ত্রী ট্যুইট করেন, দিল্লি বদলে দিতে ওঁরা যে নতুন যাত্রা শুরু করছেন, তাতে আমার শুভেচ্ছা রইল। উত্তর দিল্লি পুরসভার মেয়র হলেন চা বিক্রেতা বিজেপি কাউন্সিলর
Web Desk, ABP Ananda | 30 Apr 2019 02:58 PM (IST)
দিল্লি বিজেপির এক প্রথম সারির নেতা বলেছেন, উনি কঠোর পরিশ্রমী দলীয় ক্যাডার। মামুলি চা বিক্রেতা থেকে বিরাট লড়াই চালিয়ে মেয়র পদে পৌঁছলেন তিনি।
নয়াদিল্লি: নরেন্দ্র মোদি প্রথম জীবনে স্টেশনে চা বিক্রি করতেন বলে জানিয়েছিলেন। যদিও তাঁর বক্তব্য নিয়ে নানা সময়ে সংশয় প্রকাশ করেছেন তাঁর কট্টর রাজনৈতিক বিরোধীরা। কিন্তু প্রধানমন্ত্রীর দল বিজেপির দিল্লির কাউন্সিলর অবতার সিংহ, যিনি বিনা লড়াইয়ে উত্তর দিল্লির নতুন মেয়র নির্বাচিত হলেন, সত্যিই পেট চালানোর তাগিদে চা বিক্রি করেছেন এক সময়। অবতারই প্রথম কোনও দলিত, যিনি এই পদে বসলেন। দিল্লি পুরসভার জনৈক অফিসার জানিয়েছেন, অবতারকে ওই পদে মনোনীত করেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তেওয়ারি। উত্তর দিল্লি পুর নিগমের সাধারণ অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হন অবতার।