ত্রিপুরায় সাফল্যের কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদীর, মানুষ চলো পাল্টাই স্লোগানে দারুণ সাড়া দিয়েছে, বললেন বিজেপি নেতা রাম মাধব
Web Desk, ABP Ananda
Updated at:
03 Mar 2018 02:12 PM (IST)
আগরতলা: ত্রিপুরায় বিজেপির চমকপ্রদ সাফল্যের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিল বিজেপি। রাজ্যে ২৫ বছরের বাম দূর্গ গুঁড়িয়ে গেরুয়া ঝড় তুলে দিয়েছেন মোদী, অমিত শাহরা। পরিবর্তনের রথে সওয়ার ত্রিপুরাবাসী। বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব রাজ্যের জনগণের পরিবর্তনের বাসনাকেও আরেকটি কারণ বলে উল্লেখ করেছেন। বিজেপি ও তার জোটসঙ্গী আইপিএফটিকে ক্ষমতায় বসাতে চলেছেন ত্রিপুরার মানুষ।
রাম মাধব সাংবাদিক সম্মেলনে বলেছেন, প্রধানমন্ত্রী ত্রিপুরায় চারটি সভা করেছেন। তিনি প্রচুর পরিশ্রম করেছেন, আমাদের প্রচার অভিযানের দিকেও নজর রেখেছেন, মনিটর করেছেন। এই সাফল্যের কৃতিত্ব অবশ্যই ওনার পাওয়া উচিত।
এছাড়াও তিনি বলেন, ত্রিপুরার মানুষও সিপিএম-বাম শাসনের অবসান ঘটানোর ডাকে দারুণ সাড়া দিয়েছেন। আমাদের 'চলো পাল্টাই' স্লোগানে বিরাট ফল মিলেছে। রাম মাধব অবশ্য প্রচারপর্বে সিপিএমের 'উজ্জীবিত লড়াইয়ের'ও প্রশংসা করেন। কিন্তু একইসঙ্গে বলেন, মানুষ এবার নতুন সরকার চেয়েছেন।
নাগাল্যান্ডেও বিজেপি ও তার জোট শরিক এনডিপিপি সরকার গঠনের দিকে এগিয়ে চলেছে বলে দাবি করেন মাধব।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -