নয়াদিল্লি: নির্বাচনী বন্ড নিয়ে কংগ্রেসের দুর্নীতির অভিযোগের পাল্টা জবাব দিল বিজেপি। সাংবাদিক বৈঠকে রেল ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ‘এই লবিই রাফাল চুক্তি নিয়ে সন্দেহজনক ও ভুল অভিযোগ করেছিল। ভারতের মানুষ সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টও সেই মিথ্যা অভিযোগ খারিজ করে দিয়েছে। নির্বাচনে যে অর্থ ব্যবহার করা হচ্ছে, সেটা যাতে ব্যাঙ্ক থেকেই আসে, এটা নিশ্চিত করেছে বিজেপি। কেওয়াইসি পদ্ধতির মাধ্যমে স্টেট ব্যাঙ্কের নির্দিষ্ট কয়েকটি শাখাতেই নির্বাচনী বন্ডের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে স্টেট ব্যাঙ্কের পক্ষে সেই টাকার হিসেব রাখা সম্ভব হচ্ছে। যে কোনও ব্যক্তি তাঁর স্বচ্ছ ও কষ্টার্জিত টাকা দিয়ে ব্যাঙ্ক থেকে নির্বাচনী বন্ড কিনে অর্থ দান করতে পারেন। যারা দুর্নীতির মাধ্যমে এই টাকা পাবে না, তারাই নির্বাচনী বন্ডের বিরোধিতা করছে।’


কংগ্রেসকে আক্রমণ করে গয়াল আরও বলেছেন, ‘যারা ভোটে কালো টাকা ব্যবহার করে অভ্যস্ত, তারাই নির্বাচনী বন্ডের বিরুদ্ধে আসরে নেমেছে। এটা পরাজিত ও হতাশ হয়ে পড়া দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের জোট। তাঁরা চাইছেন না ভোটে স্বচ্ছ, কর দেওয়া টাকার ব্যবহার হোক।’

এদিনই লোকসভায় নির্বাচনী বন্ড ইস্যুতে সরকারকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। কংগ্রেস দাবি করে, নির্বাচনী বন্ডের মাধ্যমে দুর্নীতি করছে বিজেপি। এরপরেই কংগ্রেসকে পাল্টা আক্রমণ করে বিজেপি।