বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্ত অভিযোগ করেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল আপ সরকারের প্রথম বর্ষপূর্তিতে নিজের বাসভবনে পার্টি দিয়েছিলেন। তাতে একদিন প্লেট পিছু দাম পড়েছিল ১৬,০২৫ টাকা ও অন্যদিন ১২,৪৭২ টাকা। প্রমাণ হিসেবে ফুড বিলের কপিও টুইটারে পোস্ট করেছেন তিনি। এরপরেই বিজেপি কেজরী সরকারের পদত্যাগ দাবি করেছে।
বিজেন্দ্র গুপ্তর অভিযোগ, গত বছর ১১ ফেব্রুয়ারি ১২,০২০ টাকার প্লেট কেজরী খাওয়ান ৩০জন অতিথিকে। এর বিল হয় ৩,৬০,৬০০ টাকা। ভ্যাট, পরিষেবা কর মিলিয়ে ৪,৮০,৭৫২ টাকা। সব মিলিয়ে প্লেট পিছু দাম দাঁড়াচ্ছে ১৬,০২৫ টাকা।
পরের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ৫০জনকে কেজরী খাওয়ান ৯,৩৫৫ টাকার প্লেট। ভ্যাট, পরিষেবা কর সমেত যা দাঁড়ায় সব মিলিয়ে ৬,২৩,৬০৫ টাকা। দুটো বিল একসঙ্গে করলে হচ্ছে ১১,০,৪,৩৫৭ টাকা। বিজেপির এখন প্রশ্ন, যে কেজরীবাল লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি ছাড়া ৫ টাকার কলমও কেনেন না বলে দাবি করেন, তিনি এভাবে স্রেফ বর্ষপূর্তি পার্টিতে ১১ লাখ টাকার ওপর উড়িয়ে দিলেন কী করে।
বিজেপির অভিযোগের জবাব দিয়েছেন উপ মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া। মেনে নিয়েছেন, ওই পার্টিতে বিল হয়েছিল প্লেট পিছু ১৩ হাজার টাকার মত। তবে তাঁর দাবি, সেই বিল পাশ করেননি তিনি। তাঁর অভিযোগ, প্রায় ৬ মাস ওই ফাইল প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গের অফিসে পড়েছিল, যাতে তিনি ভোটের আগে তা ব্যবহার করে আম আদমি পার্টির বদনাম করতে পারেন।
এর আগেও ব্যক্তিগত মানহানির মামলায় তাঁর আইনজীবী রাম জেঠমালানির পারিশ্রমিক বাবদ ৩ কোটি টাকারও বেশি বিল রাজ্য সরকারকে পাঠিয়ে দিয়ে ফেঁসেছেন কেজরীবাল। এখন পুরনিগম ভোটের আগে নতুন উঠে আসা এই অভিযোগে রীতিমত ঝঞ্ঝাটে তিনি।