নয়াদিল্লি: উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্য ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘বিজেপি ক্ষমতা দখলের জন্য অন্ধ হয়ে গিয়ে এই অঞ্চলের স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করছে। এই অঞ্চলের মূল সমস্যাগুলির সমাধান, গণতন্ত্রের সম্প্রসারণ ও সন্ত্রাসবাদ দমনের দিকে নজর দেওয়া হচ্ছে না।’

সুরজেওয়ালা আরও বলেছেন, ‘ত্রিপুরায় বিজেপি যাদের সঙ্গে জোট করেছিল, সেই আইপিএফটি নির্বাচনের আগে আলাদা রাজ্যের দাবি জানাচ্ছিল। এখন ওরা উপজাতি সম্প্রদায়ের কাউকে মুখ্যমন্ত্রী করার দাবি জানাচ্ছে। মোদী সরকার ও বিজেপি-কে এই দু’টি বিষয়ের দিকেই নজর দিতে হবে। বিজেপি কি ত্রিপুরা ভাগ করতে চায়? ওরা কি উপজাতি মুখ্যমন্ত্রীর দাবি খারিজ করে দেবে?’

নাগাল্যান্ডে এনডিপিপি-র সঙ্গে হাত মেলানো নিয়ে বিজেপি-কে আক্রমণ করে সুরজেওয়ালা বলেছেন, ‘নাগাল্যান্ডে এনপিএফ-এর সঙ্গে বিজেপি-র জোট সরকার ছিল। তা সত্ত্বেও ওরা বিরোধী দল এনডিপিপি-র সঙ্গে জোট গড়ে নির্বাচনে লড়াই করল। এনপিএফ ২৬টি এবং এনডিপিপি ১৮টি আসন পেয়েছে। দু’টি দলই সরকার গঠনের দাবি জানাচ্ছে। নাগাল্যান্ড কি ফের গত পাঁচ বছরের মতো অস্থিরতার দিকে এগিয়ে চলেছে? নাগা ঐক্যর কী হল?’

মেঘালয় প্রসঙ্গে সুরজেওয়ালা বলেছেন, ‘মেঘালয়ে মাত্র দু’জন বিধায়ক নিয়ে ক্ষমতা দখল করছে বিজেপি। মতাদর্শ, রাজনীতিগতভাবে ভিন্ন মেরুতে থাকা কয়েকটি দল যেকোনও মূল্যে সরকার গড়ার জন্য এক হয়েছে। মেঘালেয় কি এভাবে স্থায়ী সরকার গড়া যাবে? বিজেপি বিপজ্জনক খেলা খেলছে। উত্তর-পূর্ব ভারতের শান্তি, উন্নয়ন, স্থায়িত্ব ও নিরাপত্তার কথা ভাবা হচ্ছে না। আশা করি রাজীবজি (গাঁধী) যেভাবে দেশকে গুরুত্ব দিয়ে অসম ও মিজোরামে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেটা থেকে শিক্ষা নেবেন মোদীজি।’