নয়াদিল্লি: কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে পাকিস্তানি জঙ্গি হাফিজ সইদের তুলনা করল বিজেপি। সিদ্দারামাইয়ার সমালোচনা করে বিজেপি-র কটাক্ষ, তিনি সইদের সুরেই কথা বলছেন।
এর আগে সিদ্দারামাইয়া বিজেপি-কে ‘হিন্দু মৌলবাদী’ আখ্যা দেন। এরপরেই তাঁকে আক্রমণ করে বিজেপি মুখপাত্র জিভিএল নরসিংহ রাও বলেছেন, ‘সিদ্দারামাইয়ার মরিয়া ভাব ও হতাশা প্রমাণিত হয়ে গিয়েছে। তিনি ভোটব্যাঙ্কের স্বার্থে বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে অর্থহীন অভিযোগ করছেন। হাফিজ সইদ যেভাবে ভারত, বিজেপি ও আরএসএস-কে সন্ত্রাসবাদী বলে, সেই কথাই বলছেন সিদ্দারামাইয়া। তিনি কি নির্বাচনের পরে সইদের নতুন দলে যোগ দেবেন?’
বিজেপি সভাপতি অমিত শাহ গতকালই কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে হিন্দু-বিরোধী আখ্যা দিয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ভারতের এই রাজ্যে শাসক দল কংগ্রেসের সঙ্গে বিজেপি-র চাপান-উতোর তুঙ্গে। সিদ্দারামাইয়ার নয়া মন্তব্য এই বাদানুবাদে অন্য মাত্রা যোগ করেছে।
হাফিজ সইদের সুরেই কথা বলছেন সিদ্দারামাইয়া, কটাক্ষ বিজেপি-র
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jan 2018 09:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -