মথুরা: বৃন্দাবনে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের তিন দিনের বৈঠকের মধ্যেই বিজেপি-র বিরুদ্ধে সরকারি জমি দখল করে দলীয় দফতর বানানোর অভিযোগে ধর্ণায় বসলেন কংগ্রেস কর্মীরা। একই অভিযোগে ধর্ণায় বসেছে সমাজবাদী পার্টিও। বিজেপি-র বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগে পুরসভায় স্মারকলিপিও জমা দিয়েছে সমাজবাদী পার্টি। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
উত্তরপ্রদেশে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা প্রদীপ মাথুরের অভিযোগ, ‘যোগী আদিত্যনাথ সরকার যখন অ্যান্টি-রোমিও স্কোয়াড এবং বেআইনি দখল রোখার জন্য বাহিনী গড়েছেন, তখনই স্থানীয় বিজেপি কর্মীরা বৃন্দাবনের ইন্সপেকশন বাংলোর জমি দখল করেছেন। তাঁরা সেখানে দলীয় দফতর গড়ার কাজও শুরু করে দিয়েছেন।’
কংগ্রেসের আরও অভিযোগ, গত মাসে পুরসভায় স্মারকলিপি জমা দেওয়ার পর বেআইনি নির্মাণ বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আরএসএস-এর বৈঠক চলাকালীন ফের সরকারি জমিতে বিজেপি দফতর তৈরির কাজ শুরু হয়েছে।
বিজেপি জেলা সভাপতি তেজবীর সিংহ অবশ্য দাবি করেছেন, ২৫ বছর আগে পুরসভা তাঁদের ওই জমি ভাড়া দেয়। সেই থেকে তাঁরা ভাড়া দিচ্ছেন। তাই এই জমিতে দলীয় দফতর তৈরি করা বেআইনি নয়।
বৃন্দাবনে সরকারি জমি দখল করে দলীয় দফতর বানাচ্ছে বিজেপি, অভিযোগে ধর্ণা কংগ্রেসের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Sep 2017 02:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -