নয়াদিল্লি: ৬ বছরের জন্য বিজেপি থেকে বহিষ্কৃত উত্তরাখন্ডের বিধায়ক প্রণব সিংহ চ্যাম্পিয়ন। দিনকয়েক আগে সোস্যাল মিডিয়ায় তাঁর বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসতেই এ নিয়ে জল্পনা চলছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ঘরোয়া পার্টিতে অনুগামী, ভক্ত পরিবৃত হয়ে হাতে, মুখে বন্দুক নিয়ে নাচানাচি করছেন তিনি। দলীয় জনপ্রতিনিধির খুল্লমখুল্লা বন্দুক দেখিয়ে নাচের ছবি জনমানসে ভুল বার্তা দিতে পারে, এহেন আশঙ্কায় তাঁর প্রতি কঠোর হল রাজ্য বিজেপি। গত সপ্তাহেই প্রণবকে শোকজ নোটিস দিয়েছিলেন উত্তরাখন্ড বিজেপি সভাপতি অজয় ভট্ট। কেন তাঁকে বহিষ্কার করা হবে না, জানতে চান তিনি।
নয়াদিল্লির উত্তরাখন্ড নিবাসে এক সাংবাদিককে ভয় দেখানোর অভিযোগে তাঁকে জুনেই তিন মাসের জন্য সাসপেন্ড করেছিল বিজেপি। ভট্ট বলেন, বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না দলে। বিজেপি নীতির প্রশ্নে আপস করে না।
দল তাঁর প্রকাশ্যে একের পর এক ভুল আচরণ বিবেচনায় রেখে ৬ বছরের জন্য বিতাড়নের সিদ্ধান্ত নিয়েছে বলে আজ সাংবাদিকদের জানান বিজেপির মিডিয়া ইনচার্জ তথা রাজ্যসভা সদস্য অনিল বালুনি।
বিতর্কে জড়ানো নতুন কিছু নয় প্রণবের কাছে। কয়েক মাস আগেও তিনি শিরোনাম হয়েছিলেন প্রকাশ্যেই ঝাবরেডা বিধানসভার বিজেপি এমএলএ দেশরাজ কর্নাওয়ালের সঙ্গে জনসমক্ষে বিবাদে জড়িয়ে, তাঁকে এমনকী কুস্তিতে নামার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন প্রণব।
২০১৬-য় উত্তরাখন্ডের তত্কালীন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেস বিধায়কদের দলে ছিলেন তিনি।