মালেগাঁও: আগামী সপ্তাহে মালেগাঁও পুরসভা নির্বাচনে ২৭ জন মুসলিমকে টিকিট দিয়েছে বিজেপি। নাসিকের সংখ্যালঘু অধ্যুষিত মালেগাঁওয়ে তাদের কাছে টানতেই এই পদক্ষেপ।
প্রথম সারির এক বিজেপি নেতা বলেছেন, মালেগাঁওয়ের ২১টি ওয়ার্ড জুড়ে মোট ৮৪টি আসনের মধ্যে ৫৬টিতে এবারই প্রথম প্রার্থী দিচ্ছে দল। এটা রেকর্ড। ৫৬ জনের মধ্যে সংখ্যালঘু মুখ ২৭টি। ২০০২-এর প্রথম পুরসভা ভোটে বিজেপি, শিবসেনা হাত মিলিয়েছিল। ১১টি আসনে জেতে শিবসেনা, মাত্র একটি পায় বিজেপি। ২০০৭, ২০১২-র পুরভোটে খাতাই খুলতে পারেনি তারা।
বর্তমানে মালেগাঁও পুরসভায় ক্ষমতায় রয়েছে এনসিপি। এবার ক্ষমতা ধরে রাখতে তারা হাত মিলিয়েছে জনতা দল (সেকুলার)-এর সঙ্গে। শারদ পওয়ারের এনসিপি ৫২টি ও শরিক জনতা দল (সেকুলার) প্রার্থী দিয়েছে ১০টি আসনে।
বিরোধী দল কংগ্রেস ৭৩টি ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন ৩৫টি আসনে প্রার্থী দিয়েছে। এখনকার ডেপুটি মেয়র ইউনুস ইসা, তাঁর তিন পুত্র ও দুই ভগ্নিপতি এবার মুসলিমিন-এর টিকিটে লড়ছেন।
মালেগাঁও পুরভোটে ২৭ জন মুসলিমকে টিকিট বিজেপির
Web Desk, ABP Ananda
Updated at:
19 May 2017 07:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -