চণ্ডীগড়: জনগণের রায় চুরি করে অর্থশক্তির মাধ্যমে গোয়া ও মণিপুরে সরকার গঠন করেছে বিজেপি। আজ এমনই অভিযোগ করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। পঞ্জাবে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন রাহুল।
গোয়া ও পঞ্জাবে এবারের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, আঞ্চলিক দলগুলির সমর্থনে সরকার গঠন করেছে বিজেপি। সে কথা উল্লেখ করেই বিজেপি-র বিরুদ্ধে অনৈতিকভাবে সরকার গঠন করার অভিযোগ এনেছেন রাহুল। পঞ্জাবে কংগ্রেসের উপর আস্থা রাখার জন্য মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। রাহুলের আশা, ক্যাপ্টেন অমরিন্দর সিংহের নেতৃত্বাধীন সরকার রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্তভাবে কাজ করে যাবে।
অর্থশক্তি ব্যবহার করে মণিপুর, গোয়ায় সরকার গড়েছে বিজেপি, দাবি রাহুলের
Web Desk, ABP Ananda
Updated at:
16 Mar 2017 05:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -