নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনে তাদের সমর্থনের বিনিময়ে ডেরা সাচা সৌদা প্রধান, তাঁর বাবা গুরমিত রাম রহিমের বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণের মামলাগুলি তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন স্বঘোষিত ধর্মগুরুর মেয়ে হনিপ্রীত।

একটি সান্ধ্য দৈনিকের প্রতিবেদনে প্রকাশ, হনিপ্রীত জানিয়েছেন, বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করে রাম রহিমও তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি পেলে নিজের অনুগামীদের ভোট বিজেপির বাক্সে পড়বে বলে কথা দিয়েছিলেন।

এ ব্যাপারে বিজেপির অন্যতম জাতীয় পদাধিকারী অনিল জৈনের সঙ্গে প্রথমে কথা বলেন গডম্যান।
জৈনই তাঁর সঙ্গে বিজেপি সভাপতির বৈঠকের ব্যবস্থা করে দেন। অমিত শাহকে হরিয়ানার ২৮টি বিধানসভা আসনে বিজেপি প্রার্থীদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে আসেন রাম রহিম।

এ নিয়ে ট্যুইটারে বিজেপি-ডেরা প্রধান অশুভ আঁতাত নিয়ে কটাক্ষ করেছেন আইনজীবী প্রশান্ত ভূষণ।




ন্যাশনাল দস্তক নামে ওই দৈনিকের রিপোর্টে প্রকাশ, বিজেপির জাতীয় স্তরের শীর্ষ নেতা কৈলাস বিজয়বর্গীয়ও হরিয়ানায় লোকসভা, বিধানসভা ভোটের সময় দলের জন্য সমর্থন চাইতে দেখা করেছিলেন ডেরা প্রতিষ্ঠাতার সঙ্গে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের সঙ্গে রাম রহিমের ঘনিষ্ঠতা প্রকাশ্যে চলে এসেছিল স্বঘোষিত বাবা ধর্ষণ দোষী ঘোষিত হওয়ার একদিন বাদেই। তাছাড়া ডেরা প্রধানের প্রশংসায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরানো ট্যুইটও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মোদীর ২০১৪-র ২৯ অক্টোবরের সেই ট্যুইট ছিল, বাবা রাম রহিমজি ও তাঁর দলের প্রশংসনীয় উদ্যোগ, সারা ভারতের জনতাকে স্বচ্ছ ভারত মিশনে সামিল হতে যা উদ্বুদ্ধ করবে।

রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে তাঁর সম্পর্কে মোদী এখনও প্রতিক্রিয়া না দিলেও গত রবিবার নিজের মন কী বাত ভাষণে হরিয়ানা ও পঞ্জাবে বাবার সমর্থক, ভক্তদের শুক্রবারের তাণ্ডবের নিন্দা করেছেন, যদিও সরাসরি নাম না করেই।