গোন্ডা (উত্তরপ্রদেশ): নোট বাতিলের পরে প্রত্যেক নির্বাচনে বিজেপি ভাল ফল করেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মহাশিবরাত্রির দিন উত্তরপ্রদেশের গোন্ডায় নির্বাচনী প্রচার করতে গিয়ে মোদী বলেন, তৃতীয় নয়ন দিয়ে মানুষ দেখতে পাচ্ছেন, কোনটা তাঁদের জন্য ভাল, কোনটা খারাপ। হতদরিদ্ররাও সত্যিটা চিনতে পারছেন। প্রধানমন্ত্রীর দাবি, যেহেতু তিনি দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোট বাতিল করেছেন, বড় শক্তিগুলি দেশকে বিভ্রান্ত করতে শুরু করে দিয়েছে।
শুধু তাই নয়। বিভিন্ন রাজ্যের পুর-নির্বাচনের প্রসঙ্গও উল্লেখ করেন মোদী। বলেন, নোট বাতিলের পরে বিজেপি নির্বাচনে ভালই ফল করেছে। তা সে ওড়াশা, মহারাষ্ট্র ও চণ্ডীগড়ের পুর-নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন। তিনি যোগ করেন, মহারাষ্ট্রের ফল বিজেপির জন্য ইতিবাচক। প্রধানমন্ত্রীর কটাক্ষ, কংগ্রেসকে মানুষ একেবারে একঘরে করে দিয়েছে।
জনসভায় মোদী দাবি করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ডাক দেওয়া ‘জয় জওয়ান জয় কিষান’-কেই মান্যতা দিয়ে পালন করছে বর্তমান সরকার। তিনি বলেন, কৃষকদের বিমা প্রকল্প এনেছে বিজেপি সরকার। যার মাধ্যমে বীজ বওয়ার টাকা না থাকলে, সরকার তা দেবে।
এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের শাসক সমাজবাদী পার্টিকেও কাঠগড়ায় খাড়া করেন মোদী। বলেন, এই রাজ্যে কেবল ১৪ শতাংশ কৃষকের বিমা রয়েছে। উল্টে, বিজেপি-শাসিত রাজ্যে এই হার প্রায় ৫০ শতাংশ বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি যোগ করেন, সমাজবাদী পার্টি কখনই কৃষকদের কথা ভাবেনি। তাঁর আশ্বাস, উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় এলে ছোটমাপের কৃষকদের ঋণ মকুব করা হবে। একইসঙ্গে, রাজ্যের আইনশৃঙ্খলাও যে সুরক্ষিত হবে, তাও জানান মোদী।