বিজেপি এমন প্রধানমন্ত্রী দিয়েছে যিনি কথা বলতে পারেন: অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jun 2016 04:27 PM (IST)
কাসগঞ্জ: গত দুবছরে নরেন্দ্র মোদীর কাজ সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। এর পাল্টা রাহুলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন,সবচেয়ে বড় ব্যাপার হল, বিজেপি এমন প্রধানমন্ত্রী দেশকে দিয়েছেন, যিনি কথা বলতে পারেন। এক্ষেত্রে বিজেপি সভাপতি নাম না করেই ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে খোঁচা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। ব্যঙ্গের সুরে অমিত শাহ বলেছেন, গত দুবছরে মোদীজী এবং তাঁর সরকারের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। কিন্তু সবচেয়ে বড় কথা হল, দেশ এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছে যিনি কারুর হাতের পুতুল নন। যিনি কথা বলতে পারেন। বিজেপি সভাপতি বলেছেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলের ১০ বছরে রাহুল ও তাঁর মা ছাড়া কেউ প্রধানমন্ত্রীকে কথা শুনতে পায়নি। মোদীর বিদেশ সফর নিয়ে বারংবার প্রশ্ন তুলেছে কংগ্রেস। এ ব্যাপারেও বিজেপি সভাপতি কংগ্রেসকে একহাত দিয়েছেন। তিনি বলেছেন, অতীতে কেউ প্রধানমন্ত্রীর বিদেশ সফর সম্পর্কে কিছুই জানতে পারত না। কিন্তু এখন মোদী বিদেশে যেখানেই যাচ্ছেন, সেখানেই বিপুল সম্বর্ধনা পাচ্ছেন, যা সবার নজর কেড়েছে।