মুম্বই: বিজেপি-র সঙ্গে আসন্ন পুর নির্বাচনের পরে জোটের সম্ভাবনা খারিজ করে দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। দলীয় মুখপত্র সামনায় এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বিজেপি সভাপতি অমিত শাহ সম্প্রতি বলেছেন, বৃহন্মুম্বই পুরসভা নির্বাচনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। তার মানে তাঁরা ভুল বুঝতে পেরেছেন। তাঁরা বুঝতে পেরেছেন, ভুল পদক্ষেপ করেছেন। মুম্বইয়ের মানুষের রোষের মোকাবিলা করা তাঁদের পক্ষে কঠিন। সেই কারণেই আমাদের দিকে ফের বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন।’


বিজেপি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও, শিবসেনা যে জোট না করার বিষয়ে বদ্ধপরিকর, সেটা স্পষ্ট করে দিয়েছেন উদ্ধব। তিনি বলেছেন, ‘আমি এখন কেন আপস করব? একবার যখন দুষ্টবুদ্ধির কথা জানতে পেরেছি, তখন কেন আবার আলিঙ্গন করব? সেটা সম্ভব নয়। আমি এখন দৃঢ়প্রতিজ্ঞ। যদি সেটা না হতাম, তাহলে ভবিষ্যতে দলের নতুন পথনির্দেশিকার কথা ঘোষণা করতাম না।’

রবিবার বিজেপি সভাপতি বলেছিলেন, শিবসেনার সঙ্গে তাঁদের কোনও বিরোধ নেই। তাঁর আশা, আলাদাভাবে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত জোটে প্রভাব ফেলবে না। কিন্তু উদ্ধব বলেছেন, বিজেপি যদি ছোট রাজ্যের পক্ষে সওয়াল করে মহারাষ্ট্র ভাগ করার পথে হাঁটে, তাহলে জোট নিয়ে ভাবতে হবে।

দুর্নীতি ইস্যুতে মনমোহন সিংহকে নজিরবিহীন আক্রমণ করা নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করা হয়েছে সামনায়। দাবি করা হয়েছে, কংগ্রেস স্বাধীনতার পর থেকে যে কাজ করেছে সেটা না হলে মোদীকে আফ্রিকার কোনও একটি পিছিয়ে পড়া দেশ চালাতে হত। স্বাধীনতার আগে যে দেশে ছুঁচও তৈরি হত না, সেই দেশে অর্থনৈতিক ও শিল্পের উন্নতি হয়েছে। পূর্বতন শাসকরাই এই দেশকে বদলে দিয়েছেন। ইন্দিরা গাঁধী, রাজীব গাঁধী, নরসিংহ রাও এবং মনমোহনের প্রশংসা করা হয়েছে সামনায়।