মোদীই কুৎসার 'শিকার', কংগ্রেসের অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Nov 2017 09:42 PM (IST)
নয়াদিল্লি: নরেন্দ্র মোদী কুৎসার 'শিকার'। প্রধানমন্ত্রীকে 'সিরিয়াল কুৎসাকারী' বলে কংগ্রেসের আক্রমণের পাল্টা বিজেপির। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠোর সাংবাদিকদের একইসঙ্গে বলেন, তাঁর দল রাজনীতিতে শিষ্ঠাচার, ভদ্র ভাষা ব্যবহারে বিশ্বাসী, কোনওরকম কুৎসা, নোংরা কায়দায় আক্রমণের বিরোধী।
অতীতে মোদীকে নিশানা করে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, রাহুল গাঁধী সহ বিরোধীদের 'আপত্তিকর', 'কুতসিত' মন্তব্যের উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর কেউ যদি সবচেয়ে বেশি গালিগালাজ, কুকথার শিকার হয়ে থাকেন, তাঁর নাম নরেন্দ্র মোদী। উনি আক্রান্ত। রাঠোর বলেন, সনিয়া তাঁকে 'মওত কা সৌদাগর' বলেছিলেন, রাহুল তাঁর বিরুদ্ধে 'খুন কি দালালি'-র অভিযোগ তুলেছিলেন, প্রিয়ঙ্কা গাঁধী তাঁকে 'নীচ' বলেছিলেন।
এর আগে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি সাংবাদিকদের বলেন, বিজেপি অপমানকর, আপত্তিকর, কুত্সামূলক মন্তব্য, আজেবাজে, কুবাক্যের জননী, স্রষ্টা। ওরা প্রকাশ্যে আলাপ আলোচনার মানকে নীচে নামিয়ে এনেছে। এজন্য ক্ষমা চাইতে হবে ওদের।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -