প্রধানমন্ত্রীকে ‘বাথরুম’ কটাক্ষ: ‘এরকমই তো রুচি রাহুলের’, পাল্টা জবাব বিজেপির
ABP Ananda, web desk | 12 Feb 2017 10:22 AM (IST)
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে কটাক্ষের জবাব গতকাল দিয়েছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছিলেন, লোকের স্নানঘরে উঁকি দিতে ভালোবাসেন প্রধানমন্ত্রী। এই মন্তব্যের জন্য এবার রাহুলকে কড়া ভাষায় আক্রমণ শানালো বিজেপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, নিজের রুচি অনুযায়ীই আচরণ করেছেন রাহুল। তাঁর কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, প্রত্যেকেই নিজের রুচি অনুযায়ী আচরণ করেন এবং কংগ্রেসের এই নেতার কাছ থেকে এর বেশি কিছু বিজেপি আশা করে না। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তৃতার ওপর ধন্যবাদ ভাষণে মোদী মনমোহনকে নিশানা করেন। নোট বাতিল নিয়ে মনমোহনের আক্রমণের পাল্টা হিসেবে তিনি বলেন, ‘ডক্টর সাহাবের থেকে অনেক কিছু শেখার আছে। এত কেলেঙ্কারির একটি দাগও তাঁর গায়ে লাগেনি! বর্ষাতি পরে কী করে স্নান করতে হয়, সেটি ডক্টর সাহাবই জানেন!’ গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি প্রধানের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, ‘মোদীজি গুগল সার্চ করতে ভালবাসেন। অন্যের ঠিকুজি-কোষ্ঠী পড়তে ভালবাসেন। অন্যের স্নানঘরে উঁকি মারতে ভালবাসেন! এ সব অবসর সময়ে করুন। প্রধানমন্ত্রী হিসেবে আসল কাজটা তো করুন। সেক্ষেত্রে তো তিনি চূড়ান্ত ব্যর্থ।’ মোদীকে বিঁধতে ছাড়েননি অখিলেশও। তিনি বলেন, 'রাগ করা বা আবেগতাড়িত না হয়ে প্রধানমন্ত্রী বরং আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটু হাঁটুন। তাহলে তিনিও কংগ্রেস-সপা জোটকেই ভোট দেবেন'। অখিলেশের এই মন্তব্যের জবাবে জাভড়েকর বলেছেন, উত্তরপ্রদেশের মানুষের কাছে সপা বা বিএসপি বিকল্প নয়। শুধুমাত্র বিজেপিই রাজ্যের সর্বাঙ্গীন উন্নতি করতে পারে।