অসমে ‘ঘুষ’ বিতর্কে দলের জরুরি বৈঠক ডাকল বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2017 07:05 PM (IST)
গুয়াহাটি: রাজ্যের মন্ত্রীরা ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেন বলে মন্তব্য করে দলকে বেফাঁসে ফেলেছেন অসমের বিজেপি সাংসদ রাম প্রসাদ শর্মা। দুদিন আগে স্থানীয় একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত সাক্ষাতকারে ওই অভিযোগ করেন রাম প্রসাদ। এই ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়ে আগামী শনিবার জরুরি বৈঠক ডেকেছে রাজ্য বিজেপি। এদিন অবশ্য কোনও কোনও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপিকে সাংসদ বলেছেন, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে। বিতর্কিত সাক্ষাত্কারে রাম প্রসাদকে বলতে শোনা যায় যে, রাজ্যের বেশিরভাগই মন্ত্রীই কমিশন নেন। সেচ দফতরের মন্ত্রী রঞ্জিত দত্তর বাঁধা ১০ শতাংশ কমিশনের বন্দোবস্ত রয়েছে। দত্ত অবশ্য ওই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের গোড়ায় তাঁর দফতরের এক শীর্ষ আমলাকে নিজের অফিসে ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করা হয়েছিল। গত বছর কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে অসমে বিজেপি ক্ষমতায় এসেছে। এরইমধ্যেই সাংসদের অভিযোগ দলের বিড়ম্বনা বাড়িয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী তাঁর সরকারে দুর্নীতির অভিযোগ সম্পর্কে প্রমাণ চেয়েছেন। আগামী শনিবার দলের বৈঠকে হাজির থাকবেন সাংসদ রাম প্রসাদও।