নয়াদিল্লি: মসুলে ৩৯ ভারতীয়র মৃত্যুর ঘটনা থেকে নজর ঘুরিয়ে দিতেই 'কংগ্রেস এবং তথ্য চুরি' তত্ত্ব খাড়া করেছে কেন্দ্র। এমনই অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, ইরাকে আইএসআইএসের দ্বারা ৩৯ ভারতীয়র হত্যার ঘটনায় সরকারের মিথ্যে ধরা পড়ে গিয়েছে। তাই মানুষের নজর ঘোরাতেই এই তথ্য চুরির ঘটনা সামনে আনা হয়েছে।
রাহুলের ট্যুইট, 'সমস্যা : ৩৯ ভারতীয়র মৃত্যু, সরকার কোণঠাসা, মিথ্যে ধরা পড়ে গিয়েছে।
সমাধান: কংগ্রেস ও তথ্য চুরির গল্প ফাঁদো।
ফলাফল: সংবাদমাধ্যমে মাতামাতি; নিহত ৩৯ ভারতীয়র খবর উধাও। সমস্যার সমাধান'।



উল্লেখ্য, বৃহস্পতিবার বিজেপি মুখপাত্র রবি শঙ্কর প্রসাদ কংগ্রেসের সঙ্গে লন্ডনের কেমব্রিজ অ্যানালিটিকার যোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ভোটারদের মানসিকতা চিহ্নিত করা এবং প্রভাবিত করতে ব্রিটিশ সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে বিপুল সংখ্যক ফেসবুক ইউজারের ব্যক্তিগত তথ্য হাতানোর অভিযোগ উঠেছে।
বিজেপি এবং কংগ্রেস উভয় দলই একে অপরের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করতে কেমব্রিজ অ্যানালিটিকার পরিষেবা ব্যবহারের অভিযোগ এনেছে।