উত্তরাখণ্ড: ফের বিতর্কে উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক প্রণব সিংহ চ্যাম্পিয়ন। সম্প্রতি এক সাংবাদিককে হুমকি দেওয়ায় দল থেকে তিন মাসের জন্য বহিষ্কৃত হয়েছিলেন। সেই চ্যাম্পিয়নের একটি ভিডিও বুধবার প্রকাশ্যে এল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হিন্দি গানের কলির সঙ্গে কোমর দোলাচ্ছেন চ্যাম্পিয়ন। সঙ্গে কখনও তিনটি, কখনও চারটি আগ্নেয়াস্ত্র। চ্যাম্পিয়ন কখনও একটি বন্দুক দাঁতে কামড়ে রেখে দুহাতে আরও দুটি বন্দুক নিয়ে নাচছেন। কখনও আবার মুখে একটি এবং এক হাতে তিনটি বন্দুক নিয়ে নাচছেন। সঙ্গে চলছে মদ্যপান। হাঁটুর ওপর বসিয়ে রেখেছেন মদের গ্লাস। মুখে অশ্রাব্য ভাষা। চ্যাম্পিয়নের আপত্তিকর ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ছড়িয়ে পড়তে নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। এক জন বিধায়ক হয়ে কীভাবে এরকম অস্ত্র হাতে নাচতে পারেন, এই নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। ভিডিওতে বিধায়কের হাতে বিভিন্ন রকমের অস্ত্র দেখা যায়। ৩টি হ্যান্ডগান ও একটি বড় পিস্তল ছিল। চ্যাম্পিয়নের সঙ্গে মদ্যপান ও আগ্নেয়াস্ত্র নিয়ে নাচে মেতে ওঠেন সাঙ্গপাঙ্গরাও। এক মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হওয়ার পর সংবাদসংস্থা এএনআইকে স্থানীয় এক পুলিশ কর্তা বলেন, ‘ব্যাপারটা খতিয়ে দেখব আমরা। আগ্নেয়াস্ত্রগুলোর লাইসেন্স রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।’ বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে, বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। বিজেপির সর্বভারতীয় মিডিয়া ইন চার্জ অনিল বালুনি সংবাদসংস্থাকে বলেছেন, ‘ভিডিওটি দেখেছি। নিন্দনীয় কাজ। এর আগেও প্রণব সিংহ চ্যাম্পিয়নের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে। তিন মাসের জন্য বহিষ্কৃতও হয়েছিল। উত্তরাখণ্ড বিজেপির সঙ্গে এ নিয়ে কথা বলা হবে। কড়া ব্যবস্থা নেওয়া হবে।’