লখনউ: ভোটের আগে ফের অশান্ত উত্তরপ্রদেশ। স্থানীয় বরিষ্ঠ বিজেপি নেতা ব্রিজপাল টেওটিয়াকে লক্ষ্য করে ১০০ রাউন্ডের বেশি গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের ঘনিষ্ঠ ব্রিজপাল ও তাঁর ৫ সঙ্গী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার সন্ধেয় গাজিয়াবাদ জেলার মুরাদনগর গ্রামে ওই বিজেপি নেতা ও তাঁর সঙ্গীদের ওপর সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। সে সময় ব্রিজপাল গাজিয়াবাদ শহর যাচ্ছিলেন। স্থানীয় রাওলি রোডে একটি গাড়ি করে দুষ্কৃতীরা এসে তাঁদের ওপর গুলিবৃষ্টি করে। তাদের কাছে এ কে ৪৭-এর মত অত্যাধুনিক অস্ত্র ছিল বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর গুলিবারুদ, একটি এ কে ৪৭ ও দুটি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করেছে তারা।


কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা হাসপাতালে গিয়ে মুমূর্ষু ব্রিজপাল ও তাঁর সঙ্গীদের দেখে এসেছেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকরা তাঁদের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন।

যেখানে তাঁর ওপর হামলা চলেছে, সেই মুরাদনগর কেন্দ্র থেকে ২০১২-র বিধানসভা ভোটে লড়েন ব্রিজপাল। হামলার আশঙ্কায় ২০জন ব্যক্তিগত সশস্ত্র দেহরক্ষী নিয়ে যাতায়াত করতেন তিনি। তা সত্ত্বেও শেষ রক্ষা হল না।