লখনউ: ভোটের আগে ফের অশান্ত উত্তরপ্রদেশ। স্থানীয় বরিষ্ঠ বিজেপি নেতা ব্রিজপাল টেওটিয়াকে লক্ষ্য করে ১০০ রাউন্ডের বেশি গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের ঘনিষ্ঠ ব্রিজপাল ও তাঁর ৫ সঙ্গী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার সন্ধেয় গাজিয়াবাদ জেলার মুরাদনগর গ্রামে ওই বিজেপি নেতা ও তাঁর সঙ্গীদের ওপর সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। সে সময় ব্রিজপাল গাজিয়াবাদ শহর যাচ্ছিলেন। স্থানীয় রাওলি রোডে একটি গাড়ি করে দুষ্কৃতীরা এসে তাঁদের ওপর গুলিবৃষ্টি করে। তাদের কাছে এ কে ৪৭-এর মত অত্যাধুনিক অস্ত্র ছিল বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর গুলিবারুদ, একটি এ কে ৪৭ ও দুটি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করেছে তারা।
কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা হাসপাতালে গিয়ে মুমূর্ষু ব্রিজপাল ও তাঁর সঙ্গীদের দেখে এসেছেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকরা তাঁদের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন।
যেখানে তাঁর ওপর হামলা চলেছে, সেই মুরাদনগর কেন্দ্র থেকে ২০১২-র বিধানসভা ভোটে লড়েন ব্রিজপাল। হামলার আশঙ্কায় ২০জন ব্যক্তিগত সশস্ত্র দেহরক্ষী নিয়ে যাতায়াত করতেন তিনি। তা সত্ত্বেও শেষ রক্ষা হল না।
রাজনাথ ঘনিষ্ঠ বিজেপি নেতাকে লক্ষ্য করে ১০০ রাউন্ডের বেশি গুলি দুষ্কৃতীদের, তাঁর অবস্থা আশঙ্কাজনক
ABP Ananda, web desk
Updated at:
12 Aug 2016 06:50 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -