গোরক্ষপুর: পিএনবি জালিয়াতিতে মূল অভিযুক্ত নীরব মোদী ও আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর তুলনা করায় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা শালাভমণি ত্রিপাঠি। দেওরিয়া জেলার ফাস্ট ট্র্যাক আদালতে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা করেছেন এই বিজেপি নেতা। তাঁর আইনজীবী জানিয়েছেন, ৫ এপ্রিল এই মামলার শুনানি হবে।
ত্রিপাঠি বলেছেন, ‘সম্প্রতি দিল্লিতে কংগ্রেসের জাতীয় কনক্লেভে প্রধানমন্ত্রী মোদী, নীরব মোদী ও ললিত মোদীকে এক করে দেখানোর চেষ্টা করেন রাহুল গাঁধী। তিনি আরও বলেন, মোদী নামটি দুর্নীতির সমার্থক হয়ে গিয়েছে। এই মন্তব্যে বিজেপি কর্মী ও দেশবাসীর ভাবাবেগে আঘাত লেগেছে। সেই কারণেই আমি দেওরিয়া আদালতে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’
এ বিষয়ে কংগ্রেসের দেওরিয়া জেলা সম্পাদক আনোয়ার হুসেইন বলেছেন, ‘সরকারের ভুল নীতি ও দুর্নীতি রোখার ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে সরব হওয়া আমাদের কর্তব্য। আমরা জনগণের বিষয়গুলি নিয়ে ভবিষ্যতেও সরব হব। দেশের জন্য আমরা মামলার মোকাবিলা করা, এমনকী জেলে যেতেও তৈরি।’
নীরব, ললিতের সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা বিজেপি নেতার
Web Desk, ABP Ananda
Updated at:
31 Mar 2018 12:19 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -