শ্রীনগর: তাঁর নিরাপত্তার জন্য সরকার নিরাপত্তারক্ষী দিয়েছে। নিরাপত্তারক্ষীর হাতে দিয়েছে অস্ত্র। অভিযোগ, নিরাপত্তারক্ষীর সেই অস্ত্রই না কি তুলে দেওয়া হয়েছে জঙ্গিদের হাতে। এমন চাঞ্চল্যকর অভিযোগে কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়েছে গুলাম মহম্মদ চৌপান নামে বিজেপি নেতাকে।

 

ঘটনার সূত্রপাত যেভাবে হয়েছিল, দু’দিন পরে কিন্তু তা একেবারে নাটকীয় মোড় নেয়। প্রথমে শোনা গিয়েছিল, জঙ্গিরাই অস্ত্র ছিনতাই করেছে। তদন্তে দেখা গেল, একেবারে উলটপুরাণ।

 

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার, বিজেপি নেতা গুলাম মহম্মদ চৌপান দাবি করেন, সন্দেহভাজন কয়েকজন জঙ্গি বুড়গামে তাঁর বাড়িতে হানা দেয়। তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মীর হাত থেকে ছিনিয়ে নেয় আগ্নেয়াস্ত্র। এই অভিযোগের প্রেক্ষিতে শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হতেই উঠে আসে একেবারে অন্য তথ্য। পুলিশ সূত্রে দাবি তদন্তে জানা গিয়েছে, বিজেপি নেতার নিরাপত্তাকর্মী সে দিন বাড়িতেই ছিলেন না। জঙ্গিরা সেখানে যাওয়ার পর বিজেপি নেতা গুলাম মহম্মদ চৌপানই তাদের হাতে নিজের নিরাপত্তাকর্মীর অস্ত্র তুলে দেন।

 

এই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে। তাঁর নিরাপত্তাকর্মীকেও সাসপেন্ড করে গ্রেফতার করেছে পুলিশ। ২০১৪ সালে এই গুলাম মহম্মদ চৌপানই চরার-ই-শরিফ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু হেরে যান।

কাশ্মীরে এখন পিডিপি ও বিজেপির জোট সরকার। ক্ষমতায় থাকা সেই বিজেপিরই একজন নেতাকে জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগে পুলিশ গ্রেফতার করায় নতুন হাতিয়ার পেয়ে গিয়েছে বিরোধীরা। জম্মু-কাশ্মীরের সিপিএম বিধায়ক এম ওয়াই তারিগামি বিষয়টি নিয়ে এ দিন বিধানসভাতেও সরব হন।

 

গত সাত দিনে অন্তত ৯ বার জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরে। এ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। শনিবার, ২ দিনের সফরে, জম্মু-কাশ্মীর পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। যে দুই পথ দিয়ে অমরনাথ যাত্রা, সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও পর্যবেক্ষণ করে দেখবেন রাজনাথ সিংহ।