কলকাতা: দিলীপ ঘোষের পর এবার কৈলাস বিজয়বর্গীয়। তৃণমূল বিরোধিতায় ‘বৃহত্তর বিরোধী ঐক্য’ গঠনের ডাক বিজেপির। যদিও ভোটে বিপর্যয়ের প্রসঙ্গ টেনে বাম-কংগ্রেস জোটকে কটাক্ষও করতে ছাড়ছে না তারা।

রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, তৃণমূলের বিরুদ্ধে ইস্যুভিত্তিক বৃহত্তর বিরোধী ঐক্য হলে কেন্দ্রীয় নেতৃত্বের আপত্তি নেই।


শীর্ষ নেতৃত্বের সবুজ সঙ্কেত পেয়ে, তৃণমূল-বিরোধিতায় যখন নতুন উদ্যমে ঝাঁপাচ্ছে বাম-কংগ্রেস, তখনই এই তাৎপর্যপূর্ণ মন্তব্য শোনা গেল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মুখে! ক’দিন আগেই যে সুর ধরা পড়েছিল বিজেপির রাজ্য সভাপতির গলায়!

দলের রাজ্য নেতৃত্বের এই অবস্থানে, তাঁদের যে কোনও আপত্তি নেই, বৃহস্পতিবার কলকাতায় এসে তা স্পষ্ট বুঝিয়ে দিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

ঘুরিয়ে বৃহত্তর বিরোধী ঐক্যের অংশীদার হওয়ার ইচ্ছেপ্রকাশ করলেও, জোট নিয়ে অবশ্য বাম-কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেতারা!

এদিন দলের রাজ্য দফতরে বৈঠকে বসে, বাংলার বিজেপি নেতৃত্ব। বিজয়বর্গীয়র পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশও। ভিডিও কনফারেন্সে দিল্লি থেকে বৈঠকে অংশ নেন অমিত শাহ। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে ৩টি আসন পেয়ে এখন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করছে পদ্ম-শিবির। সেই লক্ষ্যেই আগামী ১৭ ও ১৮ জুন শিলিগুড়িতে বৈঠকে বসছে বিজেপির রাজ্য কমিটি।