চেন্নাই: তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্তের সঙ্গে দেখা করলেন মুম্বইয়ের বিজেপি সাংসদ পুনম মহাজন। চেন্নাইয়ের পোজ গার্ডেনের বাড়িতে গিয়ে রজনীকান্তের সঙ্গে দেখা করেন প্রয়াত বিজেপি নেতা প্রমোদ মহাজনের কন্যা পুনম। সেই সময় হাজির ছিলেন রজনীকান্তের স্ত্রীও। রবিবারের এই সাক্ষাতের পর রজনীর রাজনীতিতে যোগদানের সম্ভাবনা ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপি সূত্রে অবশ্য বলা হয়েছে, ‘সৌজন্য সাক্ষাত্কারে’র জন্য অভিনেতার বাড়িতে গিয়েছিলেন পুনম।


পুনমও বলেছেন, রজনীকান্ত তাঁকে ব্যক্তিগতভাবে সমর্থন করেন। তাঁর বাবার সঙ্গেও বন্ধুত্বের সম্পর্ক ছিল তামিল অভিনেতার।

পুনম বলেছেন, তামিলনাড়ুবাসীর হৃদয়ে রয়েছেন রজনীকান্ত।

সূত্রের খবর, গ্লোবাল সিটিজেন উদ্যোগের অঙ্গ হিসেবে শিক্ষাসংক্রান্ত প্রকল্প নিয়ে পুনমের সঙ্গে কাজ করবেন রজনীকান্ত।

উল্লেখ্য, গত মে মাসে রজনীকান্তের একটি মন্তব্য থেকে তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়। নিজের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ভগবান চাইলে আমি আগামীকালই রাজনীতিতে যোগ দেব’।

একইসঙ্গে তিনি বলেন, রাজনীতির জগতে আসার তাঁর কোনও ইচ্ছে নেই। যদি তিনি রাজনীতিতে প্রবেশ করেন, তাহলে সত্যনিষ্ঠ থাকবেন। রাজনীতি থেকে কাউকে আর্থিক ফায়দা কাউকে নিতে দেবেন না তিনি।  এ ধরনের লোকজনের সঙ্গে সংশ্রবও রাখবেন না তিনি।

বিজেপি তাঁকে রাজনীতিতে আসার প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাবের জবাবে রজনী কোনও মন্তব্যই করেননি। কিন্তু ওই প্রস্তাব নাকচও করে দেননি তিনি।

প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু ও তাঁর দল এআইএডিএমকে-র ভাঙনের ফলে তামিলনাড়ুতে যে শূন্যতার তৈরি হয়েছে তা পূর্ণ করতে আগ্রহী বিজেপি। গত কয়েকদিন ধরে এআইএডিএমকে-র দুটি বিবদমান গোষ্ঠীর মিলনের জল্পনা জোরাল হয়েছে। আর এক্ষেত্রে দুই পক্ষের সমঝোতায় অনুঘটকের ভূমিকা নিয়েছে বিজেপি।

এই ঘটনার প্রেক্ষাপটে রজনীকান্তর সঙ্গে পুনমের সাক্ষাত্ অত্যন্ত তাতপর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।