লখনউ: বিজেপির কপালে চিন্তার ভাঁজ। উত্তর প্রদেশে দুটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেই হারের পর প্রশ্ন উঠে গিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্ব নিয়ে। প্রাক্তন সাংসদ ও দলের পুরনো নেতা রমাকান্ত যাদব পরিষ্কার বলছেন, এভাবে চলতে থাকলে ২০১৯-এ বিজেপি গোহারা হারবে।
রমাকান্তের বক্তব্য, দলিত ও পিছিয়ে থাকা শ্রেণিকে উপেক্ষা করে উপ নির্বাচনে ডুবেছে বিজেপি। এখনই নিজেদের শুধরোতে না পারলে আগামী বছর লোকসভা ভোটেও বিশ্রী হারবে তারা।
মুখ্যমন্ত্রী আদিত্যনাথের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পুজোপাঠ করা একজনকে মুখ্যমন্ত্রী করা হয়েছে, সরকার চালানো ওঁর কাজ নয়। দলিত ও পিছিয়ে থাকা শ্রেণিকে তাদের অধিকার দেওয়া হোক, সম্মান করা হোক। যোগী তা করছেন না। একটি জাতিকে নিয়েই তাঁর মাথাব্যথা। সরকার যখন তৈরি হয়, মনে করা হয়েছিল, সকলকে নিয়ে এগনো যাবে। কিন্তু তা হচ্ছে না।
আজমগড়ের সাংসদ ছিলেন এই রমাকান্ত। উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে তিনি বিজেপির পরিচিত মুখ। তবে ক্ষোভ থাকলেও দল ছাড়বেন না বলে তিনি জানিয়েছেন।
গোরক্ষপুর, ফুলপুর হেরেছি, এভাবে চলতে থাকলে ২০১৯-এ গোহারা হারব, বললেন বিজেপির এই নেতা
ABP Ananda, Web Desk
Updated at:
15 Mar 2018 10:49 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -