স্বামীর ট্যুইট-‘বিজেপি আইটি সেল একেবারে বেকার হয়ে গিয়েছে। এর কয়েকজন সদস্য আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করতে ভুয়ো আইডি-তে ট্যুইট করছেন। আমার অনুরাগীরা যদি পাল্টা ব্যক্তিগত আক্রমণ করেন, তাহলে আমাকে দায়ী করা যাবে না। যেমন আমাদের দলের আইটি সেলের জন্য বিজেপিকে দায়ী করা যায় না’।
এই ট্যুইটার ইউজার এ ধরনের আক্রমণকে উপেক্ষা করার পরামর্শ দিলে স্বামী বলেছেন, বিজেপির উচিত আইটি সেল সদস্যদের বরখাস্ত করা। তিনি বলেছেন, আমি উপেক্ষাই করছি, কিন্তু বিজেপির বরখাস্ত করা উচিত। একজন মালব্য এ ধরনের অপপ্রচার করছেন। আমরা মর্যাদা পুরুষোত্তমের দল, রাবন বা দূষমণের দল নয়।
বিগত কয়েকদিন ধরে জেইই ও নিট পরীক্ষা নিয়ে দলের অবস্থানের বিপরীত মেরুতে গিয়ে নিজের বক্তব্য জানাচ্ছেন স্বামী। তিনি এই পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান। যদিও মোদি সরকার এ ধরনের দাবি উপেক্ষা করে পরীক্ষা গ্রহণের ব্যাপারে অনড় অবস্থান দেখিয়েছে। আর্থিক নীতি নিয়েও মোদি সরকারের বিরুদ্ধে সরব তিনি। তবে স্বামী এই প্রথম বিজেপির আইটি সেল ও এর প্রধানের বিরুদ্ধে আক্রমণ শানালেন।
স্বামীর অভিযোগ সম্পর্কে মালব্যের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।