ভিন্দ (মধ্যপ্রদেশ): চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে পাকিস্তানের কাপ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করায় পরিবারসমেত মিরওয়াইজ ওমর ফারুককে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিয়েই ক্ষান্ত হলেন না, তাঁর জিভ কেটে আনতে পারলে ১০ লাখ টাকা ইনাম দেওয়ার ঘোষণাও করলেন মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা। গজরাজ জাতভ ওই নেতার নাম।
তিনি বলেছেন, মিরওয়াইজের পাকিস্তানকে এত ভাল লাগলে পরিবারসমেত সেখানে গিয়েই থাকলে পারেন!
গত রবিবার পাকিস্তান বিজয়ী হওয়ায় মিরওয়াইজ তাদের অভিনন্দন জানান। বলেন, চারদিকে বাজি ফাটছে। মনে হচ্ছে, আগেই এসে গেল ঈদ। ট্যুইট করেও তিনি ফাইনালে ওঠায় পাক ক্রিকেট দলকে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন।
জাতভ বলেন, মিরওয়াইজের আচরণে ব্যাথিত। ওনার মনে রাখা উচিত, স্বাধীনতার পর যে মুসলিমরা পাকিস্তান চলে গিয়েছিলেন, তাঁদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখা হয়েছে সেখানে। ভারতের রুটি খেয়ে বেঁচে আছেন, মরার পর সমাধিস্থও হবেন এ দেশের মাটিতেই। অথচ তা সত্ত্বেও ওরা পাকিস্তানের গুণগান করছেন, নিজের সম্প্রদায়ের লোকজনকে বিপথে চালাচ্ছেন। ওদের উচিত প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়া যিনি সবসময় ভারতের মঙ্গলের কথা ভাবতেন।
জাতভ বিজেপির কোনও পদে নেই, যদিও তাঁর স্ত্রী সঞ্জু জাতভ স্থানীয় জনপদ পঞ্চায়েতের চেয়ারপার্সন।
বিজেপি নেতার পুরস্কার ঘোষণা সম্পর্কে আপনার কী প্রতিক্রিয়া, নীচের কমেন্টস বক্সে জানান।
পাকিস্তানের জয়ে 'খুশি' মিরওয়াইজের জিভ ছিঁড়ে আনলে ১০ লাখ টাকা পুরস্কার! ঘোষণা মধ্যপ্রদেশের বিজেপি নেতার
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jun 2017 01:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -