নয়াদিল্লি: করোনাভাইরাস আক্রান্ত হলেন বিজেপি নেত্রী উমা ভারতী। শনিবার গভীর রাতে তাঁর এই সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়ে ট্যুইট করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বিগত কিছুদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের কোভিড-১৯ সংক্রমণের পরীক্ষা করানোর আর্জি জানিয়েছেন তিনি।
উমা ভারতীয় জানিয়েছেন, গত তিনদিন ধরে তাঁর সামান্য জ্বর হচ্ছিল। এজন্য তিনি করোনা পরীক্ষা করান। হিমালয়ে তাঁর চলতি সফরে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সমস্ত কোভিড-১৯ সংক্রান্ত বিধি নেনে চলার পরও তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
উমা ভারতী জানিয়েছেন, তিনি এখন হরিদ্বার ও ঋষিকেশের মাঝে বন্দেমাতরম কুঞ্জে কোয়ারেন্টিনে রয়েছেন। চারদিন পর আরও একবার পরীক্ষা করাবেন। এরপর ফল পজিটিভ এলে তিনি চিকিৎসকদের পরামর্শ নেবেন বলে জানিয়েছেন।
করোনা আক্রান্ত উমা ভারতী, নিজেই জানালেন ট্যুইট করে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Sep 2020 09:05 AM (IST)
করোনাভাইরাস আক্রান্ত হলেন বিজেপি নেত্রী উমা ভারতী। শনিবার গভীর রাতে তাঁর এই সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়ে ট্যুইট করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -