ওমরও ট্যুইট করেন, প্রিয় সাংবাদিকরা, কাশ্মীরে আপনাদের সহকর্মীদের হুমকি দিয়েছেন বিজেপি বিধায়ক। সুজাতের মৃত্যু অন্য সাংবাদিকদের হুমকি দিয়ে সন্ত্রস্ত করে রাখতে গুন্ডাদের হাতে অস্ত্র হয়ে উঠেছে বলে মনে হয়। সীমা ছাড়াবেন না! নিহত সুজাত বুখারির প্রসঙ্গ তুলে কাশ্মীরে সাংবাদিকদের 'হুমকি' বিজেপি বিধায়কের, নিন্দা ওমরের
Web Desk, ABP Ananda | 23 Jun 2018 04:55 PM (IST)
শ্রীনগর: কাঠুয়া গণধর্ষণে অভিযুক্তের পক্ষ নিয়ে মিছিল বের করে বিতর্কে জড়ানো জম্মু ও কাশ্মীরের বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চৌধুরি লাল সিংহের বিরুদ্ধে এবার সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগ। সম্প্রতি 'রাইজিং কাশ্মীর' সংবাদপত্রের সম্পাদক তথা জম্মু ও কাশ্মীরের অন্যতম শীর্ষ সাংবাদিক বসারত সুজাত বুখারির হত্যার প্রসঙ্গ টানেন তিনি। কাঠুয়া গণধর্ষণের ব্যাপারে সাংবাদিকরাই ভুল ছবি তুলে ধরেছেন বলে আগেও অভিযোগ করেছেন লাল সিংহ। প্রাক্তন মেহবুবা মুফতি সরকারের এই মন্ত্রী রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে বলেছেন, কাশ্মীর সম্পর্কে ভুল ধারণা ছড়াচ্ছেন সাংবাদিকরাই। আমি ওঁদের বলব, আপনারাও সাংবাদিকতার সীমারেখা ঠিক করে নিন। কেমন পরিবেশে থাকতে চান, স্থির করুন। বসারতের যে হাল হল, সেরকম পরিস্থিতি চান কি? তাই নিজেদের সামলে রাখুন, লক্ষণরেখা বেঁধে নিন যাতে সদ্ভাব চলে না যায়, রাজ্যে সমৃদ্ধি, উন্নয়নে সুনিশ্চিত থাকে। এদিনও তিনি কাঠুয়া গণধর্ষণ মামলার সিবিআই তদন্তের দাবি করেন, বলেন, আমাদের কন্ঠরোধ করা হচ্ছে। বসারত সুজাত বুখারির ভাই মেহবুবা সরকারের মন্ত্রী ছিলেন। গত ১৪ জুন শ্রীনগরে প্রেস এনক্লেভে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন বসারত। প্রাণ হারান তাঁর দুই দেহরক্ষীও। কাঠুয়ায় আট বছরের মেয়েকে গত জানুয়ারিতে গণধর্ষণ, খুনের অভিযুক্তদের নির্দোষ বলে দাবি করে তাদের সমর্থনে মিছিল করেছিলেন লাল সিংহ ও চন্দ্র প্রকাশ গঙ্গা। দুজনেই তখন মন্ত্রী। এতে প্রবল নিন্দার ঝড় ওঠায় মেহবুবা মন্ত্রিসভা থেকে তাঁরা ইস্তফা দেন। এদিন লাল সিংহ মেহবুবা মুফতি সরকার থেকে সমর্থন তোলার স্বপক্ষে সওয়াল করেন, মেহবুবার চলে যাওয়া অনিবার্য ছিল। মেহবুবা মৃতদেহ, শেষযাত্রার রাজনীতি করছেন। ওনার উপদেষ্টারা কেউ কাজের নয়। ১৯৯০-এর থেকেও খারাপ বর্তমান পরিস্থিতি। মেহবুবা, সন্ত্রাসবাদী, পাকিস্তানকে সিধে করে দেওয়া গেলেই কাশ্মীর সঠিক জায়গায় ফিরবে। ভারত সরকার রমজানে যুদ্ধবিরতি ঘোষণার সিদ্ধান্ত নিয়ে ভাল পদক্ষেপ করলেও সন্ত্রাসবাদ চাঙ্গা হয়েছে। সেনা, পুলিশ, আধাসেনার মনোবল দুর্বল হয়েছে। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স লাল সিংহের মন্তব্য প্রসঙ্গে বলেছে, বিজেপি নেতা, বিধায়ক যে আপত্তিকর ভাষায় সাংবাদিকদের হুমকি দিয়েছেন, এনসি তার নিন্দা করছে। জম্মু ও কাশ্মীর পুলিশ এখনই এটা বিচার করুক। আশা করি, আইনকে পদদলিত করা হবে না।