নয়াদিল্লি: ওড়িশা ও মিজোরামের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন দুই বিজেপি নেতা। ওড়িশায় রাজ্যপাল হচ্ছেন গনেশি লাল এবং মিজোরামে কুম্মানম রাজাশেখরন।
রাষ্ট্রপতি ভবন সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, অধ্যাপক গনেশি লাল ওড়িশার রাজ্যপাল দায়িত্ব গ্রহণ করবেন। গত মার্চে ওড়িশার রাজ্যপাল প্রবীণ নাগা নেতা এস সি জামিরের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। গনেশি লাল তাঁর স্থলাভিষিক্ত হবেন। এতদিন বিহারের রাজ্যপাল সত্যপাল মালিক ওড়িশার অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
গনেশি লাল হরিয়ানার প্রাক্তন বিজেপি সভাপতি।
রাষ্ট্রপতি ভবন সূত্রে আরও জানানো হয়েছে, কেরল বিজেপি সভাপতি রাজাশেখরন মিজোরামের রাজ্যপাল হবেন। তিনি লেফটেনেন্ট জেনারেল নির্ভয় শর্মার স্থলাভিষিক্ত হবেন। শর্মার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ মে।
৬৫ বছরের রাজশেখরন আরএসএসের প্রচারক হওয়ার জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন। ২০১৫-তে তিনি কেরল বিজেপির সভাপতি পদে নিযুক্ত হয়েছিলেন।
ওড়িশা ও মিজোরামের রাজ্যপাল হচ্ছেন দুই বিজেপি নেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2018 01:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -