মুম্বই: মহারাষ্ট্রে পুরসভা নির্বাচনের প্রথম পর্বে ধাক্কা খেল কংগ্রেস ও এনসিপি। দারুন সাফল্য পেয়েছে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি-শিবসেনা জোট। ১৪৭ টি পুরসংস্থার মধ্যে ইতিমধ্যেই ৩৯ টি পুরপ্রধানের পদ জিতে নিয়েছে বিজেপি-সেনা জোট। নোট বাতিল সহ বিভিন্ন ইস্যুতে এই নির্বাচনে ব্যাপক প্রচার চালিয়েছিল প্রতিদ্বন্দ্বী দলগুলি।
ভোট গণনার যে ফল ও প্রবণতা পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে কংগ্রেস ও এনসিপি-র গড় হিসেবে পরিচিত এলাকাগুলিতেও পাপড়ি মেলেছে পদ্মফুল। গত রবিবার ১৭ টি নগর পঞ্চায়েতের জন্যও ভোট গ্রহণ করা হয়।
বিকেল পর্যন্ত পাওয়া প্রবণতা অনুযায়ী, ৪৫৫ টি আসনে জিতে এগিয়ে রয়েছে বিজেপি। জোটসঙ্গী শিবসেনার দখলে গিয়েছে ১৮৭ আসন। কংগ্রেস ৩৩৩ এবং এনসিপি ২৩১ আসনে জয়ী হয়েছে।
বিগত নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ছিল ২৯৮। সেনা জিতেছিল ২৬৪ আসনে। কংগ্রেসের দখলে গিয়েছিল ৭৭১ আসন। এনসিপি পেয়েছিল ৯১৬ টি আসনে।
যদিও বিদ জেলার পার্লি পুরসভার ভোটে সম্পর্কিত ভাই ধনঞ্জয় মুন্ডের কাছে জোর ধাক্কা খেলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী পঙ্কজা মুন্ডে। বিধানপরিষদের বিরোধী দলনেতা তথা এনসিপি নেতা ধনঞ্জয়ের প্যানেল পুরসভার ৩৩ আসনের মধ্যে ২৭ টিতেই জয়ী হয়েছে। পঙ্কজা হার স্বীকার করে বলেছেন, এর কারণ তিনি বিশ্লেষণ করে দেখবেন।
২৫ জেলা জুড়ে ১৪৭ পুরসভা ও ১৭ নগর পঞ্চায়েতের নির্বাচনকে রাজ্যে আগামী বিধানসভা ভোটের আগে সেমিফাইনাল বলে মনে করা হচ্ছিল। এই ভোট ছিল মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের জনপ্রিয়তার পরীক্ষাও। গ্রামীণ এলাকায় দলের ভিত্তি বাড়ানোর জন্য বিজেপির প্রচারের নেতৃত্বে ছিলেন খোদ মুখ্যমন্ত্রীই। প্রায় ৫০ টি জনসভা করেন তিনি।
রাজ্যে পুর কাউন্সিল ও নগর পঞ্চায়েক সহ মোট ২১২ পুরসংস্থার নির্বাচনে চারদফায় ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় গতকাল ৭০ শতাংশ ভোট পড়েছিল। পরের ভোটগুলি হবে ১৪ ও ১৮ ডিসেম্বর এবং ৮ জানুয়ারি।
মহারাষ্ট্রের পুরসভার নির্বাচনে সাফল্যের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বিজেপির দরিদ্র ও উন্নয়নমুখী রাজনীতিরই জয় হয়েছে নির্বাচনে। বিজেপির ওপর আস্থা রাখার জন্য জনগনকে ধন্যবাদ জানিয়েছেন মোদী।
মহারাষ্ট্রের পুর ভোটে ধাক্কা খেল কংগ্রেস-এনসিপি, ব্যাপক সাফল্য বিজেপির, অভিনন্দন মোদীর
ABP Ananda, web desk
Updated at:
28 Nov 2016 08:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -