হরিশ রাওয়াতকে সরিয়ে ক্ষমতায় আসছে বিজেপি, ইঙ্গিত এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএস এক্সিট পোল ও বাকি সব জনমত সমীক্ষায়
Web Desk, ABP Ananda | 09 Mar 2017 08:33 PM (IST)
কলকাতা: উত্তরাখণ্ডে কী হবে? ফের মসনদে ফিরবেন হরিশ রাওয়াত? এবিপি আনন্দ-লোকনীতি-সিএসডিএস এক্সিট পোল অনুযায়ী, সেখানে এবার মোদী-ঝড় ওঠার সম্ভাবনা। ৭০ আসনের উত্তরাখণ্ডে ম্যাজিক ফিগার ৩৬। সমীক্ষায় ইঙ্গিত মিলেছে, দেবভূমি উত্তরাখণ্ডে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতা দখল করতে পারে বিজেপি। তারা পেতে পারে ৩৪ থেকে ৪২টি আসন। কংগ্রেস ২৩ থেকে ২৯। অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৯টি আসন। নিউজ টোয়েন্টি ফোর-টুডে’জ চাণক্যর এক্সিট পোল অনুযায়ীও উত্তরাখণ্ডে বিজেপি অনেকটা এগিয়ে। সমীক্ষায় পূর্বাভাস, বিজেপি পেতে পারে ৫৩টি আসন। কংগ্রেস ১৫টি। অন্যান্য ২টি। ইন্ডিয়া নিউজ-এমআরসির এক্সিট পোল অনুযায়ী, বিজেপি পেতে পারে ৩৮টি আসন। কংগ্রেস ৩০টি। অন্যান্য ২। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের এক্সিট পোলও বলছে, উত্তরাখণ্ড এবার কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিতে পারে বিজেপি। এই সংস্থার সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ৪৬-৫৩টি আসন। কংগ্রেস পেতে পারে ১২-২১টি আসন। অন্যান্য ২-৬টি।