নয়াদিল্লি: নির্বাচন কমিশনকে ‘ধৃতরাষ্ট্র’ আখ্যা দেওয়া এবং আম আদমি পার্টির বিরুদ্ধে ‘বিভ্রান্তিকর’ হোর্ডিং দেওয়ার অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল বিজেপি। নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় থানায় কেজরীবালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি-র আইনি কমিটি। রাজ্য নির্বাচন কমিশনেও পৃথক একটি অভিযোগ দায়ের করেছে বিজেপি।


দিল্লি বিজেপি-র প্রধান মনোজ তিওয়ারি বলেছেন, কেজরীবাল যেভাবে নির্বাচন কমিশনকে ‘ধৃতরাষ্ট্র’ এবং বিজেপি-কে ‘দুর্যোধন’ বলে আখ্যা দিয়েছেন, তাতে আপত্তি জানিয়েছে বিজেপি। এছাড়া হোর্ডিংয়ের মাধ্যমে দিল্লির মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া বিজেপি-র বিরুদ্ধে বিদ্যুৎ ও জলের মাসুল বাড়ানো সংক্রান্ত বিভ্রান্তিকর প্রচার করছেন। সেই কারণেই অভিযোগ দায়ের করা হয়েছে।