নয়াদিল্লি: উত্তরপ্রদেশে বিরাট ধাক্কা খেল বিজেপি। ত্রিপুরায় পালাবদল ঘটিয়ে ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই সেখানে পরাজয়ের জ্বালা সইতে হচ্ছে তাদের। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বহুদিনের গড়, ৫ বারের জেতা আসন গোরক্ষপুরে বিজেপির উপেন্দ্র সিংহ শুক্লাকে ২১,৮৮১ ভোটে হারিয়ে দিয়েছেন মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বসপা) সমর্থিত সমাজবাদী পার্টি (সপা)র প্রবীণ কুমার নিশাদ। সপা প্রার্থীকে নিশাদ পার্টি, পিস পার্টিও সমর্থন করেছে। সপা প্রার্থী পেয়েছেন ৪৫৬৫১৩ ভোট। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৪৩৪৬৩২ ভোট। কংগ্রেসের সুরিতা করিম রয়েছেন, অনেক পিছিয়ে, ১৮৮৫৮ ভোট পেয়ে। ফুলপুরে জিতে গিয়েছেন সপা প্রার্থী নগেন্দ্র সিংহ পটেল। তিনি বিজেপির কৌশলেন্দ্র সিংহকে ৫৯,৪৬০ ভোটে পরাজিত করেছেন।
সপা-বসপার বোঝাপড়াকে সাপ,বেজির জোট বলেছিলেন আদিত্যনাথ। তাদের কাছেই পর্যুদস্ত বিজেপি।
২০১৪-য় গোরক্ষপুরে আদিত্যনাথ সপা-র রাজমতী নিশাদকে ৩১২৭৮৩ ভোটে হারিয়েছিলেন, ফুলপুরে কেশব প্রসাদ মৌর্য ৩০৮৩০৮ ভোটে পরাজিত করেন সপার ধরম রাজ সিংহ পটেলকে।
২০১৯-এর লোকসভা নির্বাচনের বেশ কয়েক মাস বাকি থাকতেই এই ফল নিঃসন্দেহে বিজেপি নেতৃত্বকে উদ্বেগে ফেলে দিয়েছে। আদিত্যনাথের কথাতেই তার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। তিনি ফল প্রকাশের পর সন্ধ্যায় বলেন, আমরা মানুষের রায় মাথা পেতে নিচ্ছি। এই ফল প্রত্যাশিত ছিল না। আমরা কোথায় খামতি ছিল, খতিয়ে দেখব। বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানাই। এই ফল থেকে আমরা শিক্ষা নেব। অতিরিক্ত আত্মবিশ্বাস ও সপা-বসপার বোঝাপড়ার সম্ভাব্য প্রভাব, প্রতিক্রিয়া বুঝতে ভুল হওয়াকেই তিনি বিজেপির পরাজয়ের প্রধান কারণ বলে ব্যাখ্যা করেন। আদিত্যনাথ বলেন, প্রার্থী ঘোষণার সময় সপা, বসপা, কংগ্রেস একজোট ছিল না, তখনও হাত মেলায়নি ওরা। কিন্তু আচমকা ভোটের মধ্যেই সপা, বসপার নির্বাচনী বোঝাপড়া হয়। অতিরিক্ত আত্মবিশ্বাস আর সপা- বসপার ভোট রফা বুঝতে না পারায় জন্যই হারতে হল। রাজ্যে রাজনৈতিক দরকষাকষি শুরু হয়েছে, রাজ্যবাসী ক্রমশ এটা বুঝতে পারবেন বলেও জানান তিনি। উপনির্বাচনে স্থানীয় ইস্যুগুলিই প্রভাব ফেলেছে, ভোটদানের হারও কম ছিল বলে উল্লেখ করে আদিত্যনাথের দাবি, কেন্দ্রের নীতির জন্য এই পরাজয় নয়।
তিনি বলেন, সাধারণ নির্বাচনে জাতীয় ইস্যুগুলি সামনে আসবে। সারা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আস্থার আবহাওয়া রয়েছে। তবে সব কিছুই বিশ্লেষণ করে দেখা হবে।
#আরজেডি জিতল জেহানাবাদ বিধানসভা উপনির্বাচনে। #ভাবুয়া বিধানসভা উপনির্বাচনে জয়ী বিজেপির রিঙ্কি রানি পান্ডে। #ফুলপুরে জিতল সমাজবাদী পার্টি (সপা)। তাদের প্রার্থী নগেন্দ্র প্রতাপ সিং পটেল বিজেপি প্রার্থীকে ৫৯৬১৩ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। # আরারিয়াতেও ৬০ হাজারের বেশি ভোটে জিতল আরজেডি।
#বিহারের জেহানাবাদ বিধানসভা আসনের উপনির্বাচনে জেডি-ইউ প্রার্থীর চেয়ে প্রায় ২৫,৬৬২ ভোটে এগিয়ে আরজেডি প্রার্থী।
ভাবুয়া বিধানসভা আসনে প্রায় ১৩ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী।
আরারিয়ায় ১৮ হাজার ভোটে এগিয়ে আরজেডি প্রার্থী।
# গোরখপুরে ১৭ তম রাউন্ডের পর ফের ব্যবধান বাড়িয়ে নিল সমাজবাদী পার্টি। বিজেপির চেয়ে ২৬,৫১০ ভোটে এগিয়ে সমাজবাদী পার্টি।
#১৬ তম রাউন্ডের পর গোরখপুরে ব্যবধান কমাল বিজেপি। সমাজবাদী পার্টি প্রার্থী এগিয়ে ১৪ হাজার ভোটে।
#২৩,১৩০ ভোটে গোরখপুর আসনে এগিয়ে সমাজবাদী পার্টি প্রার্থী।
#২৭৬২৭ ভোটে ফুলপুর লোকসভা আসনে বিজেপির থেকে এগিয়ে সমাজবাদী পার্টি প্রার্থী নাগেন্দ্র পটেল।
#একাদশ রাউন্ডের গণনার পর আরারিয়া আসনে ২০৫২৯ ভোটে বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে আরজেডি প্রার্থী।
#১৪ তম রাউন্ডের পর ব্যবধান আরও বাড়িয়ে প্রায় ১৯ হাজার ভোটে গোরখপুরে এগিয়ে সমাজবাদী পার্টির প্রার্থী।
ফুলপুরে ২৩, ০০ ভোটে এগিয়ে সমাজবাদী পার্টি প্রার্থী।
আরারিয়ায় ১৪,৫৮১ ভোটে এগিয়ে আরজেডি প্রার্থী।
# বিহারের আরারিয়া আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফের ৩,৫০৬ ভোটে এগিয়ে গেলেন আরজেডি প্রার্থী। জেহানাবাদ বিধানসভা আসনে আরজেডির ব্যবধান বেড়ে প্রায় ১৯ হাজার।
#বিহারে আরারিয়া লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি।জেহানাবাদ বিধানসভা কেন্দ্রে এগিয়ে আরজেডি।ভভুয়া বিধানসভা কেন্দ্রে ৪ হাজার ভোটে এগিয়ে বিজেপি
#উত্তরপ্রদেশে ২টি লোকসভা আসনের উপনির্বাচনেই পিছিয়ে বিজেপি।যোগীর গড়ে এগিয়ে এসপি-বিএসপি জোট।ফুলপুর: এগিয়ে সমাজবাদী পার্টি।গোরক্ষপুর: এগিয়ে সমাজবাদী পার্টি।গোরক্ষপুরে ফলঘোষণায় বিলম্ব নিয়ে রহস্য।ক্ষুব্ধ বিরোধীরা, বিধানসভায় তুলকালাম।
#ষষ্ঠ রাউন্ড গণনার শেষে গোরখপুরে বিজেপি প্রার্থী পিছিয়ে ৭১৩৯ ভোটে
ফুলপুরে সমাজবাদী পার্টি প্রার্থী নাগেন্দ্র পটেল ১৫৭১৩ ভোটে এগিয়ে
#গোরখপুরে পঞ্চম রাউন্ড গণনার শেষে সমাজবাদী পার্টি প্রার্থী এগিয়ে চার হাজার ভোটে।
বিহারের আরারিয়ায় ফের ৬৬০৫ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী
#ফুলপুরে সমাজবাদী পার্টি প্রার্থী ১৪,২৯৯ ভোটে এগিয়ে।
#চতুর্থ রাউন্ডের গণনার শেষে গোরখপুরে প্রায় তিন হাজার ভোটে এগিয়ে সমাজবাদী পার্টি।
#বিহারের আরারিয়া লোকসভা আসনে ভোট গণনায় বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে ১৩৭৯ ভোটে এগিয়ে গেলেন আরজেডি প্রার্থী।
#তৃতীয় রাউন্ডের শেষে গোরখপুরে সমাজবাদী প্রার্থী বিজেপির থেকে ১৫২৩ ভোটে এগিয়ে।
দ্বিতীয় রাউন্ড গণনার শেষে গোরখপুরে ২৪ ভোটে এগিয়ে গেল সমাজবাদী পার্টির প্রার্থী
#ফুলপুরে পঞ্চম রাউন্ড গণনার শেষে সপা প্রার্থী সাত হাজার ভোটে এগিয়ে।
# বিহারের জাহানাবাদ বিধানসভা আসনের উপনির্বাচনে দশম রাউন্ড গণনার শেষে আরজেডি প্রার্থী কৃষ্ণমোহন জেডি-ইউ প্রার্থীর তুলনায় ১৫ হাজার ভোটে এগিয়ে।
#প্রথম রাউন্ড গণনা শেষে বিহারের আরারিয়া আসনে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী প্রদীপ সিংহ ৪২০৩ ভোটে এগিয়ে।
#ফুলপুরে সমাজবাদী পার্টি এগিয়ে ২৪৮১ ভোটে
গোরখপুরে বিজেপি প্রার্থী এগিয়ে ৩২০০ ভোটে।
বিহারের আরারিয়া লোকসভা আসনে আরজেডি প্রার্থী ১২০০ ভোটে এগিয়ে।
# উত্তরপ্রদেশের গোরখপুর লোকসভা আসনে এগিয়ে বিজেপি প্রার্থী উপেন্দ্র শুক্লা ৩২০০ ভোটে এগিয়ে। তৃতীয় রাউন্ডের শেষে ফুলপুর আসনে ১৫০০ ভোটে এগিয়ে সমাজবাদী প্রার্থী।
#ভোট গণনা শুরু। উত্তরপ্রদেশের ফুলপুর ও গোরখপুর আসনে এগিয়ে বিজেপি। বিহারের আরারিয়া লোকসভা আসনে এগিয়ে আরজেডি। বিহারের ভাবুয়া বিধানসভা আসনে এগিয়ে বিজেপি। জাহানাবাদ আসনে এগিয়ে আরজেডি।
উত্তরপ্রদেশের গোরখপুর ও ফুলপুর এবং বিহারের আরারিয়া লোকসভা আসনের উপনির্বাচনের ফলপ্রকাশ আজ। দুই রাজ্যেই এই উপনির্বাচনের ফলাফল ক্ষমতাসীন দল এবং বিরোধী -উভয়পক্ষের কাছেই 'অগ্নিপরীক্ষা'র সামিল। ভোট গণনার শুরু সকাল আটটা থেকে।
গত ১১ মার্চ এই আসনগুলির উপনির্বাচনে ভোট গ্রহণ করা হয়। যদিও ভোটারদের মধ্যে সে রকম উত্সাহ ছিল না। গোরখপুরে ৪৩ শতাংশ এবং ফুলপুরে ৩৭.৩৯ শতাংশ ভোট পড়ে। দুই সিটেই ক্ষমতাসীন বিজেপির সঙ্গে টক্কর মূলত সমাজবাদী পার্টির। বহুজন সমাজবাদী পার্টি এই দুই আসনের উপনির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করেছে। যদিও কংগ্রেস দুটি আসনেই লড়াই করেছে।
উত্তরপ্রদেশের এই দুটি আসন রীতিমতো হাইপ্রোফাইল। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর এই আসনটি শূন্য হয়। অন্যদিকে, ফুলপুর আসন থেকে জিতেছিলেন কেশব প্রসাদ মৌর্য। তিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী হওয়ার পর আসনটি খালি হয়। কাজেই, এই দুটি আসন ধরে রাখা বিজেপির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রে চার বছর এবং রাজ্যে প্রায় এক বছর ক্ষমতায় রয়েছে বিজেপি। এই দুটি আসনের ফলাফল বিজেপির কাছে জনপ্রিয়তা পরীক্ষার সামিল।
রাজ্য বিধানসভা ও ২০১৪-র লোকসভা নির্বাচনে পর্যুদস্ত সপা ও বিএসপি এবং কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর লড়াই হিসেবেও দেখা হচ্ছে এই উপনির্বাচনকে। সপা-কে বিএসপি-র সমর্থন এই দুই আসনের ভোটের তাতপর্য্য আরও বাড়িয়ে দিয়েছে। আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের জোটের লড়াইয়েরও একটা মহড়া হিসেবে দেখা হচ্ছে এই উপনির্বাচনকে।
অন্যদিকে, আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট ছেড়ে ফের বিজেপি শিবিরে সামিল হওয়ার পর এই প্রথম নির্বাচনী লড়াইয়ের মুখে পড়তে হয়েছে বিহারের ক্ষমতাসীন দল জেডি (ইউ)-কে। আরারিয়া আসনের উপনির্বাচন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনপ্রিয়তার অ্যাসিড টেস্ট হিসেবেই দেখা হচ্ছে। আরারিয়া আসনটি আরজেডির দখলে ছিল। আরজেডি সাংসদের মৃত্যুর কারণে এখানে উপনির্বাচন হয়। এছাড়াও আরও দুটি বিধানসভা আসনের উপনির্বাচনেরও ফলাফল ঘোষণা হবে আজ।
উত্তরপ্রদেশে গোরক্ষপুর, ফুলপুরে সপা-র কাছে পরাজিত বিজেপি, অতিরিক্ত আত্মবিশ্বাসেই হার, শিক্ষা নেব, বললেন আদিত্যনাথ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2018 07:47 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -