নয়াদিল্লি: রাজ্যসভায় শক্তি বাড়াল বিজেপি। এই প্রথম পঞ্চাশের গন্ডি পেরিয়ে সংসদের উচ্চ কক্ষে তাদের সদস্য সংখ্যা পৌঁছল ছাপান্নয়। তবে রাজ্যসভায় কংগ্রেস এখনও বিজেপির থেকে এগিয়ে। তাদের সদস্য সংখ্যা ৫৮।
রাজ্যসভায় শক্তি বাড়ল বিজেপির। চলে এল একেবারের কংগ্রেসের ঘাড়ের কাছে। এই প্রথম সংসদের উচ্চকক্ষে পঞ্চাশের গণ্ডি টপকাল তারা।
শনিবার রাজ্যসভার ভোটের ফলের পর বিজেপির সাংসদ সংখ্যা ৪৯ থেকে বেড়ে দাঁড়াল ৫৬। এনডিএ-র সদস্য সংখ্যা হল ৭৫। রাজ্যসভায় এবার কংগ্রেসের সদস্য সংখ্যা হচ্ছে ৫৮। ইউপিএ-র ৮৩। এছাড়া সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, তৃণমূল, এআইএডিএমকে-সহ অন্যান্য আঞ্চলিক দলের মোট সদস্য সংখ্যা হচ্ছে ৭৭।
অর্থাৎ, শক্তি বাড়লেও, রাজ্যসভায় বিল পাস করাতে হলে এখনও অন্য দলের দিকে বিজেপিকে তাকিয়ে থাকতে হবে।
এ বার ছিল রাজ্যসভার সাতান্নটি আসনে ভোট। এর মধ্যে তিরিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি সাতাশটি আসনের জন্য শনিবার সাত রাজ্যে ভোট হয়।
উত্তরপ্রদেশ থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের কপিল সিব্বল।
সাতটি আসনে জিতেছেন অমর সিংহ, বেণীপ্রসাদ বর্মা, রেবতীরমণ সিংহ-সহ সমাজবাদী পার্টির সাত প্রার্থী।
বহুজন সমাজ পার্টি ২টি আসনে জিতেছে। উত্তরপ্রদেশ থেকে জিতেছেন বিজেপি প্রার্থী শিবপ্রতাপ শুক্ল।
ঝাড়খণ্ড থেকে জিতেছেন বিজেপির মুক্তার আব্বাস নকভি। জিতেছেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী মহেশ পোদ্দার।
মধ্যপ্রদেশ থেকে তিনটির মধ্যে দু’টি আসনে বিজেপি প্রার্থী এম জে আকবর এবং অনিল দাভে জয়ী হলেও, আরেকটি আসনে বিজেপি সমর্থিত নির্দলকে হারিয়ে রাজ্যসভায় যাওয়ার ছাড়পত্র পেয়েছেন কংগ্রেসের বিবেক তনখা।
রাজস্থান থেকে বেঙ্কাইয়া নায়ডু, হর্ষবর্ধন, ওম মাথুর এবং রাম কুমার- রাজস্থানে বিজেপির এই চার প্রার্থীই জিতেছেন।
উত্তরাখণ্ডের একমাত্র আসনে জিতেছেন কংগ্রেসের প্রদীপ টামটা।
কর্নাটক থেকে চারটির মধ্যে তিনটি আসনেই জয়ী হয়েছে কংগ্রেস। একটিতে জিতেছেন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন।
হরিয়ানা থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিংহ এবং বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী সুভাষ চন্দ্র।
রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা ২৪৫। এর মধ্যে ২৩৫ জন নির্বাচিত এবং ১০ জন মনোনীত সদস্য।
রাজ্যসভায় শক্তি বাড়ল বিজেপির, সংসদের উচ্চকক্ষে সদস্য সংখ্যা টপকাল ৫০-এর গণ্ডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jun 2016 06:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -