মুম্বই: বৃহন্মুম্বই পুরসভায় কি শেষ পর্যন্ত বিজেপি ক্ষমতায় আসছে? বৃহন্মুম্বই পুরভোটে গেরুয়া শিবিরের বিচ্ছেদ হয়ে যাওয়া দুই শরিকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই এমন ইঙ্গিত দিয়ে রাখলেন মহারাষ্ট্র বিজেপি সভাপতি ইরাওসাহেন দানভে। কিছু নির্দলের সাহায্য নিয়ে তাঁরাই পুরসভা দখল করতে পারেন বলে জানালেন তিনি।
দানভে বলেছেন, সংখ্যা বলছে বিএমসি-তে আমরা লাভবান হচ্ছি। কয়েকজন নির্দল আমাদের সমর্থন জানিয়েছে। পুরো ফলাফল বেরনোর পরই ছবিটি পরিষ্কার হয়ে যাবে। হয়তো বিএমসি দখল করছি আমরাই।
মহারাষ্ট্রের দশটি পুরনিগম, ২৫টি জেলা পরিষদ ভোটে মানুষের রায় নয়াদিল্লি, মহারাষ্ট্রে বিজেপির সুশাসনের প্রত্যক্ষ ফল বলে দাবি করেন দানভে। বলেন, ২০১২ সালের শেষবারের বিএমসি-র নির্বাচনে ৩২টা আসন জিতেছিলাম আমরা। এবার দারুণ অগ্রগতি হয়েছে আমাদের, আরও আসন জিতব আমরা।
ঘটনা হল, এবার জোট ভেঙে যাওয়ায় মুখোমুখি লড়েছে বিজেপি, শিবসেনা। একতরফা ফাঁকা মাঠে গোল দিতে পারেনি উদ্ধব ঠাকরের দল। সমানে তাদের সঙ্গে টক্কর দিয়েছে বিজেপি। সর্বশেষ প্রবণতা থেকে দেখা যাচ্ছে, ২২৭ আসনের বৃহন্মুম্বই পুরসভায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে দু দলের। ৮৪টি এগিয়ে শিবসেনা, বিজেপি এগিয়ে ৮১টিতে। পুরসভা দখলে ম্যাজিক সংখ্যা ১১৪-য় পৌঁছতে পারছে না কেউ। ফলে একক শক্তিতে পুরসভা পাচ্ছে না কোনও দলই। জোট গড়েই পুরসভায় ক্ষমতায় আসতে হবে। তবে শেষ পর্যন্ত বাস্তব পরিস্থিতি মাথায় রেখে আবার দুই পুরানো শরিক নতুন করে জোট বাঁধবে কিনা, তা এখনও বোঝা যাচ্ছে না।
নির্দলদের সমর্থনে বৃহন্মুম্বই পুরসভা দখল করছে বিজেপি? ইঙ্গিত রাজ্য সভাপতির
Web Desk, ABP Ananda
Updated at:
23 Feb 2017 06:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -