শ্রীনগর: শুক্রবারই জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি সত শর্মার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। শনিবার মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন লাল সিংহ ও চান্দের প্রকাশ গঙ্গা। এই দুই বিজেপি বিধায়ক কাঠুয়ায় ৮ বছরের শিশুর ধর্ষণ ও খুনে অভিযুক্তদের সমর্থনে মিছিলে যোগ দিয়েছিলেন। সেটা নিয়ে বিতর্কের জেরেই তাঁরা পদত্যাগ করতে বাধ্য হলেন।
বিজেপি-র দুই মন্ত্রী পদত্যাগ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাঁর দাবি, এই দুর্ভাগ্যজনক ঘটনার মাধ্যমে রাজ্য ও সারা দেশের মানুষ একজোট হয়েছেন। রাজ্যে বিচারের পরিবেশ ফিরে এসেছে। এবার নয়াদিল্লিকে কাশ্মীর নিয়ে সচেতন হতে হবে।
কাঠুয়ার ঘটনা এবং হিন্দু একতা মঞ্চের মিছিলকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরে জোট সরকারে জটিলতা দেখা দেওয়ায় জম্মু উড়ে যান বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব। তিনি দলীয় নেতা ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। এরপরেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন লাল ও গঙ্গা। তাঁদের পদত্যাগের পিছনে পিডিপি-র চাপ ছিল না বলে দাবি করেছেন মাধব।
শনিবার পিডিপি-ও বৈঠকে বসেছিল। এই বৈঠকের পর রক্তাক্ত অপরাধের বিরুদ্ধে একত্রিত হওয়ার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানান মেহবুবা।
মন্ত্রিসভা ছাড়লেন বিজেপি-র দুই বিতর্কিত বিধায়ক, কাশ্মীর নিয়ে নয়াদিল্লিকে সচেতন হওয়ার আর্জি মেহবুবার
Web Desk, ABP Ananda
Updated at:
14 Apr 2018 11:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -